বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যৌতুকের জন্য স্বামীর নির্যতনে কিশোরী আত্মহত্যা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জুন ১৫, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ
যৌতুকের জন্য স্বামীর নির্যতনে কিশোরী আত্মহত্যা

যৌতুকের জন্য স্বামীর নির্যতনের শিকার হয়ে কিশোরী আত্মহত্যা। বাগেরহাটের জেলার মোরেলগঞ্জের উপজেলার হোগলাপাশা ইউনিয়নে যৌতুক নিয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাছলিমা (১৯)নামে এক কিশোরীর আত্মহত্যা করেন আজ সকাল আনুমানিক দশটার দিকে হোগলা পাশে ইউনিয়নের বৌলপুর গ্রামের মোঃ রফিকুল শেখে এর মেয়ে তাসলিমা আক্তার যৌতুক নিয়ে স্বামীর নির্যতনের শিকার হয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা

এক বছর হয়েছে বিয়ের বয়স একই গ্রামের ম জহিরুল খান ও আলিম খানের ভাগিনা মোহাম্মদ মুন্না এর সঙ্গে বিবাহ হয় । স্থানীয় সূত্রে জানা যায় বিবাহের পরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের দাবিতে শারীরিক নির্যাতন করে তাসলিমা কে । বাবার বাড়িতে থাকতো তাছলিমা। এক পর্যায়ে স্বর্ণের আংটি ও মোটরসাইকেল গাড়ির দাবি জানায় মুন্না । মেয়ের বাবা মেয়ের শান্তির জন্য তা মেনে নেয়, আন্টির জন্য তার হাতের আঙ্গুলের মাপও নেয়া হয়েছে কিন্তু দেরি হওয়ায় তার উপর চলছে শারীরিক নির্যাতন। আজকে সকাল বেলা তাসলিমার বাবার বাড়ির সামনে বসে কথা কাটাকাটি হয় তাছলিমা ও মুন্নার সাথে এবং তাকে গালাগালি করে এবং তার গায়ে হাত তোলে তার স্বামী মুন্না।

নিহতের বাবা মোঃ রফিকুল ইসলাম শেখ জানান যে, তিনি সকালবেলা পার্শ্ববর্তী জেলা পিরোজপুর শহরে প্রতিদিনের ন্যায় কাজে গেছিলেন এবং তাসলিমার মা বাজারে গেছিল , বাজার থেকে এসে ওর মা তাসলিমা কে খোঁজাখুঁজি করে ডাক দিলে সারা না পাওয়ায় ও ঘরের দরজা দেওয়া থাকায় জানালা থেকে উঁকি দিয়ে দেখে এবং পরবর্তীতে জানালা ভেঙে ঘরে ঢুকে দেখে তার মেয়ে ওড়না দিয়ে ঘরের ভিতরে ঘরের আরার সাথে ঝোলা অবস্থায় রয়েছে সে মেয়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘর ও আশেপাশে মানুষজন ছুটে আসে । বাড়ির মহিলারা তাকে উপর থেকে নামায় আমি বাড়িতে এসে শুনি যে সকাল বেলা আমার মেয়েকে গালাগালিও করেছে এবং মারধর করেছে। নিহতের বাবা আরো জানান তার জামাইয়ের (মুন্না) নির্যাতনের শিকার সইতে না পেরে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন‌।

তাছলিমা আত্মহত্যা নিয়ে এলাকার মানুষের মাঝে চলছে নানা কৌতুহল।

এলাকা বাসীর বলেন যে, এরকম জানো আর কোন তাছলিমার মা কোল খালি না হয় যৌতুক বলি।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশ পরিচালনার স্বীকৃতি জাতিসংঘেও : তথ্যমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ফরিদুল ইসলাম ফরিদ,ইউপি সদস্য ও মহিষপুরা ফাড়ি ইনচার্জ মোঃ মাহমুদ ইসলাম।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের করা হবে পরিবারের কাছে।

Spread the love
Link Copied !!