বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ভ্রমণে গিয়ে প্রাণ গেল ৭ জনের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ
ভ্রমণে গিয়ে প্রাণ গেল ৭ জনের

ভ্রমণে গিয়ে প্রাণ গেল ৭ জনের< নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-টাঙ্গাইলের দেলদুয়ারের মীর কুমুল্লী এলাকার মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক সবুজ (৩০), ঝালকাঠির রাজাপুরের পারগোপারপুর এলাকার আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন (২৯), গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনির উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৩৭), বরিশালের মুলাদীর মুলাদী গ্রামের মজিবর সিকদারের ছেলে রায়হান শিকদার ওরফে আরিয়ান (২৪), জামালপুর সরিষাবাড়ীর ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৬) এবং গাজীপুরের শারাব এলাকার নুরুল মোল্লার ছেলে বাবুল হোসেন (৩৭)। আহতরা হলেন-সাকিব আহমেদ (২৮), পারভেজ (২৯), দোয়েল (২২) ও মিথুন (৩৫)। এই চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সাভারের এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী। পুলিশ জানায়, এসবি নিটিং লিমিটেডের ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে মাইক্রোবাসে সিলেট বেড়াতে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত হন ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। গুরুতর আহত হয় ৪ জনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলামিনের ছোট ভাই আসিফ বলেন, ‘আমার বড় ভাই সাভার থেকে সহকর্মীদের সঙ্গে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। রাতেও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভাই আর নাই। সকালে খবর পেলাম দুর্ঘটনায় ভাই মারা গেছে। হাসপাতালে এসে দেখি ভাইয়ের লাশ।’ সাভার এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মীর সিহাব উদ্দিন জাকির বলেন, হতাহতরা সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী। তারা ঘুরতে সিলেট যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। আর নিহতদের লাশ বুঝে নেব। নরসিংদী সদর থানার ওসি হারুন অর রশিদ জানান, সদর হাসপাতাল মর্গে রাখা সাতজনের লাশ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের আবেদনের ভিত্তিতে নিয়মানুযায়ী লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের সুপার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি অন্য কোনো গাড়িকে পাশ কাটিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক জব্দের পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, নিহত আউয়াল কালকিনি পৌর এলাকার উওর কৃষ্ণনগর গ্রামের কবির হাওলাদারের ছেলে। সড়ক দুর্ঘটনায় তার নিহত হওয়ার খবরে গ্রামের বাড়িতে এখন আহাজারি চলছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, নিহত আল আমিন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওরা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে আল আমিন সবার বড়। কালিয়াকৈরের হল মার্কেটে তার একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। ব্যবসার পাশাপাশি আলামিন সাভারের ইপিজেডে এসবি নিটিং ফ্যাক্টরিতে চাকরি করতেন।

Spread the love
Link Copied !!