বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজাপুরের ওমর ফারুক ১১ বছর বয়সেই কোরআনের হাফেজ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
রাজাপুরের ওমর ফারুক ১১ বছর বয়সেই কোরআনের হাফেজ

রাজাপুরের ওমর ফারুক ১১ বছর বয়সেই কোরআনের হাফেজ। মাত্র ১১ বছর বয়সেই কোরআনের মুখস্ত শিক্ষা সম্পন্ন করে হাফেজ হয়েছেন ঝালকাঠির রাজাপুরের বামনখান গ্রামের ওমর ফারুক।ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ কমপ্লেক্স) অধীনে নেছারাবাদ আযিযীয়া হাফিজী মাদ্রাসা থেকে হাফেজ উপাধিতে ভূষিত হয়েছেন।

নেছারাবাদের বার্ষিক মাহফিল-২০২৩ দ্বিতীয় দিন দুপুরে আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুর তাকে দেস্তারবন্দি অনুষ্ঠানে পাগড়ি পরিয়ে দেন।

এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব, পিএইচপি কোরআনের আলো চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ ক্বারী মুহা. মো. ইউসুফ।

আরও পড়ুন: আদিতমারীতে উপড়ে দিলো ৪ হাজার শসাগাছ দুর্বৃত্তরা

নেছারাবাদ আযিযীয়া হাফিজি মাদ্রাসা থেকে ৪৪শিক্ষার্থীর মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। জেলা পর্যায়ে ১৫-১২-২০২২ তারিখে অনুষ্ঠিত ২৭তম হাফিজি প্রতিযোগিতায় শীর্ষ ৩জনের মধ্যে বিজয়ী পুরস্কার অর্জন করেন। হাফেজ ওমর ফারুক ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কেএম আব্দুল্লাহ (মাসুম) এর কনিষ্ঠ পুত্র। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৭-০৮-২০১১ তারিখে জন্মগ্রহণ করেন। হাফিজীর ইয়াত আজীবন ধরে রাখতে এবং হাক্কানী আলেম হিসেবে কবুল করতে সবার দোয়া কামনা করেছেন তার ধর্মানুরাগী পিতা-মাতা।

Spread the love
Link Copied !!