রংপুরে মাইক্রোবাসের চাপায় শিক্ষকের প্রাণ গেল। রংপুর নগরে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুলতান উদ্দিন (৫৮)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর বেনুবন্দর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুলতান উদ্দিন চিকিৎসার জন্য রংপুরে এসেছিলেন। চিকিৎসক দেখিয়ে তিনি মোটরসাইকেলে একাই বাড়ি ফিরছিলেন। পথে হাজিরহাট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সুলতান উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সুলতান উদ্দিনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ লা লিগাতে এলচের বিপক্ষে বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব বসুনিয়া বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহত শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পর মাইক্রোবাসসহ এর চালক পালিয়ে গেছেন। ওই চালককে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :