বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ
প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন। তাইওয়ান ইস্যুতে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুঁসছে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বেইজিং অঞ্চলটিকে তার নিজস্ব ভূখণ্ড অংশ হিসাবে দেখে। আর সেখানে গায়ে পড়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের নিষেধ সত্ত্বেও গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষার নামে উসকানি দিচ্ছে। অস্ত্র বিক্রি করছে। আর এতেই ক্ষেপে বাঘ হয়ে গেছে চীন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, রোববার নতুন অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ঘোষণা দিল চীন।

আইন সভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের অভিষেক দিনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরে তাদের সামরিক খাতের ব্যয় ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ১.৫৫ ট্রিলিয়ন ইউয়ান বা ২২৫ বিলিয়ন ডলারে। এএফপি, সিএনএন।

রোববার বেইজিং গ্রেট হলে বার্ষিক অধিবেশনের উদ্বোধনের সময় চীনের বিদায়ি প্রধানমন্ত্রী লি কেছিয়াং বলেন, নতুন বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন। মহামারি-পরবর্তী সময়ে নিজেদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চায় দেশটি। অধিবেশনে তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করে।

পৃথক এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, চীনকে দমন করার এবং ধারণ করার বহিরাগত প্রচেষ্টা বাড়ছে। তিনি আরও বলেন, বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষার আধুনিকীকরণে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। দেশটির বিশাল সামরিক বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির প্রতিদ্বন্দ্বী বিশ্বমানের বাহিনীতে রূপান্তর করার লক্ষ্যে।

শুধু তাইওয়ানই নয়, দক্ষিণ চীন সাগরে আধিপত্য ও হংকং ইস্যুতেও কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বলয়ের সঙ্গে উত্তেজনা চলছে দেশটির। উভয়পক্ষই মাঝে মধ্যে সামরিক মহড়ার আয়োজন করছে অঞ্চল দুটিতে।

ফলে এই বছর যে দেশটির সামরিক ব্যয় কিছুটা হলেও বাড়ানো হবে তা বোঝাই যাচ্ছিল। সামরিক ব্যয় বাড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী কেছিয়াং লি বলেন, সশস্ত্র বাহিনীকে সামরিক প্রশিক্ষণ, প্রস্তুতি জোরদার, নতুন সামরিক কৌশলগত দিকনির্দেশনা তৈরি, যুদ্ধের পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য আরও বেশি শক্তি প্রয়োগ এবং সব দিক সামরিক কাজকে শক্তিশালী করার জন্য সু-সমন্বিত প্রচেষ্টা করা উচিত।

আরও পড়ুন: ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

প্রবৃদ্ধির বিষয়ে লি কেছিয়াং বলেন, করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে তার দেশের অর্থনীতি বর্তমানে একটি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার মধ্যে রয়েছে। এ ছাড়াও আরও বেশি প্রবৃদ্ধির জন্য বিপুল সম্ভাবনা ও গতি বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি।

কেছিয়াং জানান, চীন গত বছর এক কোটি ২০ লাখেরও বেশি মানুষের চাকরির ব্যবস্থা করেছে, যা শহরে বেকারত্বের হার ৫.৫ শতাংশে নামিয়ে এনেছে। এ ছাড়াও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির মধ্যে স্থিতিশীল প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি কমানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।

Spread the love
Link Copied !!