বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রতবিন্ধীদরে সাথে মোহন’স ওর্য়াল্ডরে প্রথম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
প্রতবিন্ধীদরে সাথে মোহন’স ওর্য়াল্ডরে প্রথম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন

প্রতবিন্ধীদরে সাথে মোহন’স ওর্য়াল্ডরে প্রথম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন। ছোট শিশুদের নিয়ে কাজ করে ইউটিউব চ্যানেল মোহন’স ওয়ার্ল্ড ।ইতোমধ্যেই চ্যানেলটি পার করলো একটি বছর। এক বছর পূর্তি উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষ প্রতিবন্দী স্কুলের ছাত্রছাত্রীদের সাথে এক আনন্দময় সময় কাটানোর আয়োজন করে।

শনিবার কদমতলী থানাধীন রায়েরবাগ শাহীন টাওয়ারের ৩ য় তলায় রায়েরবাগ প্রতিবন্ধী স্কুলের মমতাময়ী ছাত্র/ছাত্রীদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি আর খাদ্য বিতরনের মধ্যে দিয়ে অতিবাহিত হয় চমৎকার কিছু সময়। আনন্দের এই সময় অবিশ্বাস্য ভাবে ঘটে গেছে দারুন কিছু ঘটনা। মানবিক এবং মিশুক প্রকৃতির অসম্ভব ভালো মানুষ কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা। তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করার আগে প্রতিবন্ধী বাচ্চাদের সামনে ছুটে গেলে একাধিক প্রতিবন্ধী ছেলে মেয়ে তাকে জড়িয়ে ধরে আদর করে। আবেগ মিশ্রিত এই সময়টি ছিলো দারুন উপভোগ্য।

মোহন’স ওয়ার্ল্ডের পরিচালক ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়েরবাগ প্রতিবন্ধী স্কুলের উপদেষ্টা আলহাজ্ব মাকসুদুর রহমান মোল্লা বাবু, আরো বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এইচ শিবলী।

মোহন’স ওয়ার্ল্ডের চেয়ারম্যান মোহন আমিন ও তার পরিবার কে ফুল ছিটিয়ে বরন করে নেন রায়ের বাগ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল আলম শাহীন।

এসময় আয়োজনে বিশেষ ভুমিকা পালন করে এস কে সবুজ আহমেদ। প্রতিটি শিশুর সাথে একাধিক অভিভাবকদের আগমনে সবার অংশগ্রহনে মানসিক অনেক দুঃখের মাঝেও কিঞ্চিৎ হাসির ঝিলিক দেখা যায়। আয়োজনে বাচ্চাদের সাথে কুশল বিনিময় ও মোবাইল নিয়ে কিছুক্ষণ খেলায় অংশ নেন ওসি প্রলয় কুমার সাহা।

আরও পড়ুন: নেশার টানে ছাগল চুরি, বিক্রি করতে গণপিটুনির শিকার

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধীদের আদর,ভালোবাসা দিয়ে খুব কাছে থেকে স্নেহ মায়া মমতায় আবদ্ধ করে গড়ে তুলতে পরামর্শ দেন।মহতি এই অনুষ্ঠান টি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে শেষ হয়। মোহন আমিন আগামীতে শুধু ঢাকা নয় শিশুদের নিয়ে সারাদেশে বিভিন্ন ইভেন্ট করবেন বলে অভিব্যক্তি ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি দৈনিক নতুন সময়, বন্ধন টিভি,জয় টিভি ও ক্রাইম ডিসকভারি মিডিয়া পাটনার হিসাবে অংশ নেয়।

Spread the love
Link Copied !!