প্রতবিন্ধীদরে সাথে মোহন’স ওর্য়াল্ডরে প্রথম প্রতষ্ঠিা র্বাষকিী উদযাপন। ছোট শিশুদের নিয়ে কাজ করে ইউটিউব চ্যানেল মোহন’স ওয়ার্ল্ড ।ইতোমধ্যেই চ্যানেলটি পার করলো একটি বছর। এক বছর পূর্তি উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষ প্রতিবন্দী স্কুলের ছাত্রছাত্রীদের সাথে এক আনন্দময় সময় কাটানোর আয়োজন করে।
শনিবার কদমতলী থানাধীন রায়েরবাগ শাহীন টাওয়ারের ৩ য় তলায় রায়েরবাগ প্রতিবন্ধী স্কুলের মমতাময়ী ছাত্র/ছাত্রীদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি আর খাদ্য বিতরনের মধ্যে দিয়ে অতিবাহিত হয় চমৎকার কিছু সময়। আনন্দের এই সময় অবিশ্বাস্য ভাবে ঘটে গেছে দারুন কিছু ঘটনা। মানবিক এবং মিশুক প্রকৃতির অসম্ভব ভালো মানুষ কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা। তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করার আগে প্রতিবন্ধী বাচ্চাদের সামনে ছুটে গেলে একাধিক প্রতিবন্ধী ছেলে মেয়ে তাকে জড়িয়ে ধরে আদর করে। আবেগ মিশ্রিত এই সময়টি ছিলো দারুন উপভোগ্য।
মোহন’স ওয়ার্ল্ডের পরিচালক ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়েরবাগ প্রতিবন্ধী স্কুলের উপদেষ্টা আলহাজ্ব মাকসুদুর রহমান মোল্লা বাবু, আরো বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এইচ শিবলী।
মোহন’স ওয়ার্ল্ডের চেয়ারম্যান মোহন আমিন ও তার পরিবার কে ফুল ছিটিয়ে বরন করে নেন রায়ের বাগ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল আলম শাহীন।
এসময় আয়োজনে বিশেষ ভুমিকা পালন করে এস কে সবুজ আহমেদ। প্রতিটি শিশুর সাথে একাধিক অভিভাবকদের আগমনে সবার অংশগ্রহনে মানসিক অনেক দুঃখের মাঝেও কিঞ্চিৎ হাসির ঝিলিক দেখা যায়। আয়োজনে বাচ্চাদের সাথে কুশল বিনিময় ও মোবাইল নিয়ে কিছুক্ষণ খেলায় অংশ নেন ওসি প্রলয় কুমার সাহা।
আরও পড়ুন: নেশার টানে ছাগল চুরি, বিক্রি করতে গণপিটুনির শিকার
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধীদের আদর,ভালোবাসা দিয়ে খুব কাছে থেকে স্নেহ মায়া মমতায় আবদ্ধ করে গড়ে তুলতে পরামর্শ দেন।মহতি এই অনুষ্ঠান টি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে শেষ হয়। মোহন আমিন আগামীতে শুধু ঢাকা নয় শিশুদের নিয়ে সারাদেশে বিভিন্ন ইভেন্ট করবেন বলে অভিব্যক্তি ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি দৈনিক নতুন সময়, বন্ধন টিভি,জয় টিভি ও ক্রাইম ডিসকভারি মিডিয়া পাটনার হিসাবে অংশ নেয়।
[…] প্রতবিন্ধীদরে সাথে মোহন’স ওর্য়াল্ডর… […]