ভারত সফররত আওয়ামী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি।
আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে বৈঠক করেন।
আওয়ামী লীগের সফররত দলটি এরপর বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে আলোচনায় বসে।
বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্ব পায়।
আরও পড়ুনঃ আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে : প্রধানমন্ত্রী
‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গিবাদ দমন উন্নয়নে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য অভিন্ন। দক্ষিণ এশিয়ার দুই ঐতিহ্যবাহী দল এ বিষয়ে একযোগে কাজ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দুই দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় বিজেপি পার্টি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে চায়।
বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ বলেন, ভারত বাংলাদেশের মধ্যে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে অন্য মাত্রায় যা এক সোনালি অধ্যায়। আমাদের দুই বন্ধুপ্রতীম দল সবসময় এসম্পর্ক অটুট রাখতে কাজ করে যাব।
আপনার মতামত লিখুন :