দগ্ধ নাট্যঅভিনেত্রী আঁখির অবস্থার অবনতি। রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্যাভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পুড়ে যাওয়া ক্ষত এখনও শুকায়নি। তার মধ্য বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা জ্বরাক্রান্ত। সেই সাথে শ্বাসকষ্টও রয়েছে। তার অবস্থা ক্রমশ অবনতি হয়েছে।
আরও পড়ুনঃ আমরা সকল শিশু কিশোরের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী
এদিকে দগ্ধ আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির জানান, বৃহস্পতিবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে চিকিৎসকরা ঝুঁকি এড়াতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে তাকে আইসিইউতে নেন। আজ শুক্রবার বিকেল থেকে তার শ্বাসকষ্ট কমে গেছে। এখন স্ট্যাবল আছেন। তবে শরীর খুবই দুর্বল। মুখে খাবার খেতে পারছেন। কথাও বলতে পারছেন অল্প অল্প।
এর আগে চিকিৎসকরা জানান, শারমিন আঁখির দুই হাত, দুই পা, মুখমন্ডল, মাথার একপাশ এবং শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার সব ধরনের চিকিৎসা চলছে।
আপনার মতামত লিখুন :