৬ষ্ঠ হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি পুরস্কার পেলো বগুড়ার নির্মাতা সুপিন বর্মনের চলচ্চিত্র ‘বিবর্ণ প্রহর।
মূল চরিত্রে অভিনয় করেন লাভেলো মিস ওয়ার্ল্ড খ্যাত সঞ্চিতা দত্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, রবিউল ইসলাম, সনি কর্মকার, শাফিউর সোহেল প্রমুখ। আর আই লিপসনের গল্প ও সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রটি সম্পাদনা করেন বিকে বিধান।
নির্মাতা সুপিন বর্মন বলেন ‘বিবর্ণ প্রহর’ চলচ্চিত্রটি করোনাকাল সময়ে যখন সকলেই ঘরবন্দী জীবন যাপন করছিলো, ঠিক তখনি চাকরী হারানো অসহায় এক মেয়ের গল্প নিয়ে স্বল্প বাজেটে নির্মাণ করেন।
আরও পড়ুন: সাকিব ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলেন
নির্মাতা সুপিন বর্মন আরও বলেন, বগুড়া থেকে হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসাটা বেশ কষ্টকর ছিলো, আজ সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছিলো, একটু মাথা ব্যথার কারনে সবার পিছনে গিয়ে আনমনে বসেছিলাম। হঠাৎ বাংলাদেশ শব্দটি কানে আসলো। চমকে উঠলাম। অতপর কি করেছিলাম মনে নেই। শর্টফিল্ম ক্যাটাগরিতে আমাদের ফিল্ম ” বিবর্ণ প্রহর ” বেস্ট ফিল্ম (জুরি) অ্যাওয়ার্ড পেলো । পিতলের একটি পুতুল আর একটি কাগজের যে সম্মান তা দর্শক সারি দিয়ে মঞ্চে যাওয়ার পর বুঝতে পারলাম। করতালিতে অভিনন্দন জানালো দর্শক। এর আগেও এ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আজকের এতো আনন্দ আর ভালোলাগাটা সত্যিই অদ্ভুত রকমের। যাই হোক বিদেশের মাটিতে দেশের হয়ে পুরস্কার পাওয়া সত্যিই গৌরবের। আমার টীমের সকলকে ভীষন মিস করেছি। সকলের প্রতি কৃতজ্ঞ আমি।
আমি চাই সুপিন বর্মন পরিচালিত আরও বেশ কিছু চলচ্চিত্র এভাবে আন্তর্জাতিক পুরস্কার বয়ে নিয়ে আসুক বাংলাদেশের জন্য। বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে যাক বিশ্ব দরবারে পরিচালক সুপিন বর্মনের কাছে এটাই আশা করছি।
[…] […]