বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জুরি পুরস্কার পেলো বগুড়ার নির্মাতা সুপিন বর্মনের চলচ্চিত্র ‘বিবর্ণ প্রহর


রবিউল ইসলাম
প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ
জুরি পুরস্কার পেলো বগুড়ার নির্মাতা সুপিন বর্মনের চলচ্চিত্র ‘বিবর্ণ প্রহর

 ৬ষ্ঠ হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি পুরস্কার পেলো বগুড়ার নির্মাতা সুপিন বর্মনের চলচ্চিত্র ‘বিবর্ণ প্রহর।

মূল চরিত্রে অভিনয় করেন লাভেলো মিস ওয়ার্ল্ড খ্যাত সঞ্চিতা দত্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, রবিউল ইসলাম, সনি কর্মকার, শাফিউর সোহেল প্রমুখ। আর আই লিপসনের গল্প ও সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রটি সম্পাদনা করেন বিকে বিধান।

নির্মাতা সুপিন বর্মন বলেন ‘বিবর্ণ প্রহর’ চলচ্চিত্রটি করোনাকাল সময়ে যখন সকলেই ঘরবন্দী জীবন যাপন করছিলো, ঠিক তখনি চাকরী হারানো অসহায় এক মেয়ের গল্প নিয়ে স্বল্প বাজেটে নির্মাণ করেন।

আরও পড়ুন: সাকিব ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলেন

নির্মাতা সুপিন বর্মন আরও বলেন, বগুড়া থেকে হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসাটা বেশ কষ্টকর ছিলো, আজ সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছিলো, একটু মাথা ব্যথার কারনে সবার পিছনে গিয়ে আনমনে বসেছিলাম। হঠাৎ বাংলাদেশ শব্দটি কানে আসলো। চমকে উঠলাম। অতপর কি করেছিলাম মনে নেই। শর্টফিল্ম ক্যাটাগরিতে আমাদের ফিল্ম ” বিবর্ণ প্রহর ” বেস্ট ফিল্ম (জুরি) অ্যাওয়ার্ড পেলো । পিতলের একটি পুতুল আর একটি কাগজের যে সম্মান তা দর্শক সারি দিয়ে মঞ্চে যাওয়ার পর বুঝতে পারলাম। করতালিতে অভিনন্দন জানালো দর্শক। এর আগেও এ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আজকের এতো আনন্দ আর ভালোলাগাটা সত্যিই অদ্ভুত রকমের। যাই হোক বিদেশের মাটিতে দেশের হয়ে পুরস্কার পাওয়া সত্যিই গৌরবের। আমার টীমের সকলকে ভীষন মিস করেছি। সকলের প্রতি কৃতজ্ঞ আমি।

 

 

Spread the love
Link Copied !!