ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০। হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় রুবেল আহমেদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ছাত্রলীগ নেতা রুবেল আহমেদের। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রুবেলকে একা পেয়ে ব্যাপক মারধর করে প্রতিপক্ষের লোকজন।
আরও পড়ুনঃ ইয়েমেনিদের লক্ষ্য করে আবারও মার্কিন হামলা
পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, তাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :