বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

খু‌বি‌তে বঙ্গবন্ধু প‌রিষ‌দের দাপু‌টে কর্মকর্তার নতুন মিশন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
খু‌বি‌তে বঙ্গবন্ধু প‌রিষ‌দের দাপু‌টে কর্মকর্তার নতুন মিশন

খু‌বি‌তে বঙ্গবন্ধু প‌রিষ‌দের দাপু‌টে কর্মকর্তার নতুন মিশন! বঙ্গবন্ধু কর্মকর্তা প‌রিষ‌দের সহ সভাপ‌তি ও আওয়ামী সরকা‌রের আম‌লে নি‌য়োগপ্রাপ্ত তিন উপাচা‌র্যের বহু অপক‌র্মের সহ‌যোগী খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বিত‌র্কিত কর্মকর্তা এস এম আ‌তিয়ার রহমান ভোল পা‌ল্টে আবার তৎপর হ‌য়ে উ‌ঠে‌ছেন। এ নি‌য়ে ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন সাধারণ কর্মকর্তারা।

খুলনা বিশ্ব‌বিদ‌্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, এস এম আ‌তিয়ার রহমান তার চাটুকা‌রিতার ব‌দৌল‌তে গত ১৬ বছ‌রে আওয়ামী লী‌গের শাসনাম‌লে নি‌য়োগপ্রাপ্ত তিন ভি‌সির কাছ থে‌কে বি‌ভিন্ন সু‌যোগ সু‌বিধা নেওয়ার ধারাবা‌হিকতায় জনসং‌যোগ বিভা‌গের প‌রিচালক প‌দে স্থায়ী নি‌য়োগ নেন। ঐ পদে থে‌কে তি‌নি অবস‌রে যাওয়ার পরও গত এক বছর নির্লজ্জের ম‌তো পুরাতন দপ্ত‌রে এসে জু‌নিয়রের সাম‌নে বি‌ভিন্ন ফরমা‌য়ে‌সি কাজ ক‌রেন। এ অবস্থায় আওয়ামী সরকা‌রের পতন হ‌লেও ভি‌সি‌কে পদত‌্যাগ না করা এবং এ ব‌্যাপা‌রে ছাত্রদের ভুল বু‌ঝি‌য়ে ভি‌সির প‌ক্ষে মা‌ঠে নামা‌নোর প্রধান কা‌রিগর এই আ‌তিয়ার রহমান। তারপরও বাস্তবতা মে‌নে ভি‌সি মাহমুদ হো‌সেন পদত‌্যাগ করার পর এখন নতুন মিশন নি‌য়ে মা‌ঠে নে‌মে‌ছেন দুর্নী‌তির নানা অ‌ভি‌যো‌গে অ‌ভিযুক্ত এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

খু‌বি সূত্র আরও জানায়, অত‌্যন্ত সুচতুর আ‌তিয়ার রহমান গত এক সপ্তাহ যাবৎ প্রতি‌দিন সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত ক‌্যাম্পা‌সে অবস্থান ক‌রে তদ‌বি‌রে ব্যস্ত সময় কাটা‌চ্ছেন। সম্ভাব‌্য ভি‌সি‌র ঘ‌নিষ্টদের কা‌ছে ধর্ণা দি‌চ্ছেন এবার জনসং‌যো‌গে চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ পে‌তে। এমন‌কি বিনা বেত‌নে কাজ করার সু‌যোগ দেয়ারও প্রস্তাব দি‌য়ে‌ছেন এই সুচতুর আ‌তিয়ার রহমান। সম্ভাব‌্য ভি‌সি ড. রেজাউল ক‌রি‌মের সা‌থে তার পা‌রিবা‌রিক সম্পর্ক ব‌লেও প্রচার চালা‌চ্ছেন বঙ্গবন্ধু কর্মকর্তা প‌রিষ‌দের এই দাপু‌টে নেতা।

 

আরও পড়ুন :  বন্যায় ফুলগাজী ও পরশুরামের ৭০টি গ্রাম প্লাবিত, দুর্ভোগ চরমে,যান চলাচল বন্ধ

এব‌্যাপা‌রে খুবির অর্থ ও হিসাব বিভা‌গের একজন দা‌য়িত্বশীল কর্মকর্তা জানান, এস এম আ‌তিয়ার রহমা‌নের দুর্নী‌তি ও অ‌নি‌য়মের স্বাক্ষী তার সম‌য়ে জনসং‌যো‌গে বি‌ভিন্ন মুদ্রণ কা‌জের বিল। তি‌নি এক লাখ টাকার কাজ দুই থে‌কে তিন লাখ টাকায় বিল প‌রি‌শোধ ক‌রে বি‌শেষ সু‌বিধা নি‌য়ে‌ছেন। এব‌্যপা‌রে তদন্ত ক‌মি‌টি করা হ‌লে তার পেনশ‌নের টাকা নি‌য়ে বা‌ড়ি যাওয়া ক‌ঠিন হ‌য়ে যা‌বে।

জনসং‌যোগ বিভা‌গের এক জু‌নিয়র কর্মকর্তা জানান, কাজ না ক‌রে বিলের টাকা আত্মসা‌তের ঘটনাও ঘ‌টে‌ছে। যারা তার এই কা‌জে সহ‌যো‌গিতা ক‌রে‌নি তা‌দের নানা অপবাদ দি‌য়ে অন‌্যত্র বদ‌লি করা হ‌য়ে‌ছে এই দপ্তর থে‌কে।

Spread the love
Link Copied !!