বসন্ত আঙিনায় ফুল পাখির হাতছানি
ছোট খাটো মানুষ ছোট তার বটে জমি
আশা বড় বড় কেন তা জানে অন্তরযামী
সবুজ সমাজ গড়তে কৃষক চাষাবাদে ভূমি
বসন্তের ভালবাসা উদার তাই প্রেম বড়
ফুলেল শুভেচ্ছা আঙিনায় দেখো অহরহ
দূর হয়েছে অহেতুক ব্যথা যেথা বিরহ
লীলাবতী নীলরঙা হলুদের আকাশী কাব্য
সার্বজনীন শিক্ষায় বাঙালী আজ বড় সভ্য
সু-মানুষ মানবতায় গড়ে সংস্কৃতির গদ্য
প্রেম মানে নয় মানুষের বন্টনে চির একা
প্রকৃতির সাথে সৃষ্টির হেথা তাই যায় দেখা
স্মার্ট খোকা খুকু কৃষির মননে মাথায় টোকা
ফুল দিয়ে লেনদেন সেতো মানুষের সৃষ্টি
শুভেচ্ছা বিনিময় সমাজ ঐতিহ্যে আহা কৃষ্টি
নবীন সুবিধার দেশ গড়বে আজ উন্নয়ন দৃষ্টি
সুবিধা বঞ্চিত বা ভোগ দখলে যত মানব
প্রেমেও রয়েছে যথার্থই ওহে নানান দানব
দাও বা না দাও আজ ভালোবাসায় গোলাপ
অন্যের বা দেশ উন্নয়ন দেখে বকো যদি প্রলাপ
তোমার জন্য শুভেচ্ছা রাখছি ওহে সুমধুর আলাপ।
আরও পড়ুন: বুকভরা বাওড়ে অবৈধ বালু উত্তোলন
6vjztk