বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শান্তর দাপটে জিতে সমতা ফেরাল বাংলাদেশ, DRS নিয়ে হল তীব্র বিতর্ক- ভিডিয়ো


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ
শান্তর দাপটে জিতে সমতা ফেরাল বাংলাদেশ, DRS নিয়ে হল তীব্র বিতর্ক- ভিডিয়ো

শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য সরকার। মনে হয়েছিল, ব্যাটের কোণায় বল লেগেছে। এবং সেটি উইকেটকিপারের তালুবন্দি হয়। ফিল্ড আম্পায়ার শ্রীলঙ্কার আবেদনে সাড়া দিয়ে আউট দেন। সৌম্য এর পর রিভিউ নেন। আলট্রা-এজে স্পাইক দেখার পরেও তৃতীয় আম্পায় নটআউট দেন। যা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই কি বিতর্ক? দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের বিতর্ক তৈরি হয়েছে। পরিষ্কার আউট হওয়া সত্ত্বেও, আল্ট্রা এজকে গুরুত্ব না দিয়ে তৃতীয় আম্পায়ান নটআউট দিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র ঝামেলা। বুধবারের ম্যাচে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য সরকার। মনে হয়েছিল, ব্যাটের কোণায় বল লেগেছে। এবং সেটি উইকেটকিপারের তালুবন্দি হয়। ফিল্ড আম্পায়ার গাজি সোহেল শ্রীলঙ্কার আবেদনে সাড়া দিয়ে আউট দেন। সৌম্য এর পর রিভিউ নেন।

আরও পড়ুন: ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা পিসিবির

আলট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সৌম্য। তবে তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমানের ব্যাখ্যা ছিল, আলট্রা-এজে স্পাইক থাকার পরেও, বল এবং ব্যাটের মাঝে ‘ফাঁক’ ছিল। যে কারণে তৃতীয় আম্পায় নটআউট দেন। তবে স্পাইক দেখা যাওয়ার পরেও, কেন তৃতীয় আম্পায়ার নটআউট দিলেন, তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে।

টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে মাঠেই তীব্র আপত্তি তোলেন শ্রীলঙ্কার প্লেয়াররা। মাঠে আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরে প্রতিবাদ জানান তাঁরা। কোচ ক্রিস সিলভারউড ঘটনা বুঝতে চতুর্থ আম্পায়ার তানভির আহমেদের কাছে গিয়েছিলেন। এমন কী ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন। মাঠের আম্পায়ার আউট দিলে সেই সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হয়। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভেদ নওয়াজ বলেন, ‘মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয়।’

তিনি যোগ করেন, ‘এটা স্পষ্ট, একটা স্পাইক ছিল। আমরা বড় পর্দায় তা দেখেছি। সেখানে কী ঘটেছিল, তা বোঝার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির পর্যন্ত যেতে হতে পারে। পর্দায় যা দেখা গিয়েছে, মন্তব্য করার জন্য সেটা যথেষ্ট ছিল না। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ থাকবে।’

আরও পড়ুন: সিরিজে সমতা আনার লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এই নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। তিনি বলে দেন, ‘ওটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। আমার মনে হয় না যে, কোনও মন্তব্য করার প্রয়োজন আছে। প্রসঙ্গত, দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। সর্বোচ্চ ৩৭ রান (২৭ বলে) করেন কামিন্দু মেন্ডিস। কুশল মেন্ডিস করেন ৩৬ রান (২২ বলে)। এছাড়া অপরাজিত ৩২ (২১ বলে) করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৪ বলে ২৮ করেছেন চরিথ আসালঙ্কা।

জবাবে রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৮ বলে ৫৩ রান করেছেন তিনি। ৩৬ রান (২৪ বলে) করেছেন লিটন দাস। তৌহিদ হৃদয় ৩২ রান (২৫ বলে) করেছেন। এদিনের জয়ের হাত ধরে সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

 

Spread the love
Link Copied !!