শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারাল বাংলাদেশ।ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার পাকিস্তানকেও হারের স্বাদ দিয়েছে টাইগ্রেসরা। দ্বিতীয় জয়ের দিনে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে স্বাগতিক নারীরা।
শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে শেষ হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের ইনিংস।
১৩৭ রান তাড়া করতে উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ পায় পাকিস্তান। দুই ওপেনার আয়মান ফাতিমার ৩৯ ও আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো ব্যাটার দাঁড়াতেই পারেনি বাংলাদেশি বোলারদের সামনে। টাইগ্রেস বোলারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন আফিয়া আসিমা ইরা।
এ ছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে উইকেট নেন।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে বিদায় নেন ওপেনার ইভা। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪। আরভিন তানি ৩ চারের সাহায্যে ৩১ রানে বিদায় নেন। শেষ দিকে ২৪ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। বাবেয়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করলে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :