বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ ২ জনের মৃত্যু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ ২ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ ২ জনের মৃত্যু ঘটেছে। রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়িসহ দু’জন মারা গেছেন। তারা হলেন ব্যবসায়ি বি. এস. কৃষ্ণ (৪০) ও সিএনজি চালক মো. আবু হোসেন (৬০)। কৃষ্ণ নারায়ণগঞ্জ জেলার সদর থানার উকিলপাড়া গ্রামের হরিবাসর সাহার পুত্র। তিনি পরিবার নিয়ে উত্তরা পশ্চিম থানার উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসসকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দু’টার দিকে বনানী-কাকলী ফ্লাইওভার ব্রিজের নিচে একটি বাসের ধাক্কায় কৃষ্ণ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় কয়েকজন পথশিশু তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিন টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

কৃষ্ণের ভাগ্নে নবোজিৎ সাহা শান্ত জানান, বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনছেন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মামার মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্থান্তর করেছে বনানী থানা পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরও পড়ুনঃ দগ্ধ নাট্যঅভিনেত্রী আঁখির অবস্থার অবনতি

এদিকে, ডিএমপির হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হাজারীবাগ এলাকায় আল আরাফা ব্যাংকের সামনে একটি ট্রাকের ধাক্কায় আবু হোসেন (৬০) নামে এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হন। আজ শুক্রবার ভোর পাঁচটায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, আবু হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আশপাশের সিসি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আবুল হোসেনের পুত্র স্বপন জানান, তার বাবা একজন সিএনজি অটোরিকশা চালক। তিনি পরিবারের সদস্যদের নিয়ে হাজারীবাগ থানার ১১৫ গজ মহল রোডে থাকতেন।

Spread the love
Link Copied !!