বিশ্বের অর্ধেক খাবার নষ্ট করে সৌদিরা।বিশ্বে প্রতি বছর ১.৩ বিলিয়ন টন খাবার অপচয় হয়।
জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী, বিশ্বে খাদ্য অপচয়ের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে সৌদি আরব। বিশ্বে যত খাদ্য নষ্ট হয় তার অর্ধেক করে সৌদিরা।
গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবের পরিবেশ, পান ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মহসেন আল ফাদলি জানিয়েছেন, সৌদি আরবে প্রতি বছর যে খাদ্য নষ্ট হয় টাকায় তার পরিমান দাঁড়ায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল।
আরও পড়ুনঃ শ্রমিকদের সুখবর দিল কুয়েত, তালিকায় বাংলাদেশিও
সৌদি গ্রেইন সংস্থা একটি গবেষণা করেছে। এতে বলা হয়েছে, গত বছর সৌদি আরবে যে খাদ্য অপচয় হয়েছে তার মূল্য ৪০.৪ বিলিয়ন সৌদি রিয়াল।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক অ্যাডভোকেট সেফ লায়লা ফাতাল্লা বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী খাবার রান্না করলেই অপচয়রোধ করা সম্ভব।
সৌদি আরবে প্রতি বছর ১৩ হাজার টন উটের মাংস অপচয় হয়। অন্যান্য মাংসের প্রায় ৪১ হাজার টন অপচয় হয়। এছাড়া পল্ট্রি অপচয় হয় ৪ লাখ ৪৪ হাজার টন এবং মাছ অপচয় হয় ৬৯ হাজার টন।
আপনার মতামত লিখুন :