নিখোঁজ সংবাদ:
গত ০৬/১২/২০২২ ইং তারিখে মোঃ জাকির হোসেন ( রায়হান) নামে একটি ছেলে হারিয়ে গিয়েছে। তাহার পিতার নাম ছাদ্দাম হোসেন, গ্রামঃ নলজুরা, থানাঃ দুর্গাপুর, জেলাঃ নেত্রকোনা। ছেলেটির বয়স ১৪ , উচ্চতা ৫”, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। সে ঢাকায় সিদ্ধেশ্বরী মৌচাক মার্কেট থেকে কাপড় কিনতে এসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নিকটস্থ রমনা থানায় জিডি করা হয়েছে। যাহার নং ৪৪৬। তারিখ ০৮/১২/২০২২। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হচ্ছে।
যোগাযোগের ঠিকানা ঃ
মোঃ নূর নবী মৃধা, নেপচুন হাইটস (৪৭), ফ্লাট নং ৭০৪, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা। মোবাইল নং: ০১৭১৩-০১৫ ৩০৮.
আপনার মতামত লিখুন :