বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ডিএনসিসিতে “নিরাপদ ছাদ কৃষি ” বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 


এম, আসমত আলী:
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ
ডিএনসিসিতে “নিরাপদ ছাদ কৃষি ” বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

 “নিরাপদ ছাদ কৃষি ” বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ ডিএনসিসি প্রধান কার্যালয়ে ” নিরাপদ ছাদ কৃষি ‘ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

 

উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ছাদ বাগানের মালিকদের নিয়ে ” নিরাপদ ছাদ কৃষি ‘ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিঃ জেঃ মোঃ জোবায়দুর রহমান। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের  প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ, উর্দ্ধতন  কীট নিয়ন্ত্রক কর্মকর্তা আসিফ ইকবাল প্রিন্স।

বর্তমান সময়ে নাগরিক জীবনে সাধক কৃষি নির্মল পরিবেশ নিরাপদ খাদ্য প্রাপ্তি অনাবিল আনন্দ এবং দূষণমুক্ত পরিবেশে সময় অতিবাহিত করার অন্যতম মাধ্যম ছাদ বাগানের টপ পানির বাচ্চা এবং টবের নিচে ও আশেপাশে পানি জমে থাকার ফলে এসব স্থানে এডিস মশা ডিম পাবে বংশবিস্তার করবে মশা বংশবিস্তার ও ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে সাতবাগান এবং আশেপাশে জমা পানিতে বংশবিস্তার নিয়ন্ত্রণ করনীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্ভিদের বিভিন্ন রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক কৃষিবিদ গণ আলোচনা করেন। উক্ত ও অভিনন্দন কর্মশালয় ছাতবাগানে এডিশ বসায় বংশবিস্তার নিয়ন্ত্রণে কী তথ্যবিজ্ঞান এবং নিরাপদ ছাদ কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সম্পর্কে ছাদ বাগান বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করেন বর্ণিত কর্মশালায় দেশে বিশিষ্ট নাগরিক পরিবেশবিদ নগর পরিকল্পনা বীর সহ উত্তরতম কর্মকর্তা উপস্থিত থাকেন। মেয়র বলেন ডিএনসিসির আওতায় এক লাখ চার হাজার পাঁচশ বাড়ির মধ্যে শুধু মাত্র দুই হাজার সাতশ সাতষট্টি বাড়িতে ছাদ বাগান আছে। যাহা ৫ শতাংশ এর অনেক কম। এটাকে শতভাগে রুপান্তরিত করতে হবে। তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বলেন ,

দশটায় দশ মিনিট প্রতি শনিবার

নিজ নিজ বাসা বাড়ি করবো পরিষ্কার

এই হোক আমাদের অঙ্গীকার।

তিন দিনে একদিন

জমা পানি ফেলে দিন।

আরও পড়ুন: বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় : বিএনপি নেতা হারুনসহ তিনজন রিমান্ডে

তবেই আমাদের চারিপাশ থেকে এডিস মশা কমে যাবে। এখন থেকে ছাদ বাগান নয়, ছাদ কৃষি করতে হবে। যেন আমাদের নিত্য দিনের পরিবারের সবজির চাহিদা পূরণ করে।

Spread the love
Link Copied !!