চোর
শাহানাজ পারভীন
হেই ব্যাটা তুই করিয়াছ চুরি
ধরিয়াছ দুটি পুটি
আমার পাগাড়ে পুটি মাছ ধরা তোর হলো বড় ত্রুটি
পরের পাগাড়ে কেনো যাবো আমি? ধরিয়াছি বিল থেকে
বিল কি তবে তোর বাপ-দাদার? কহে মহাজন রেগে।
চুরির শাস্তি পেতে হবে তোকে,দিতে হবে তোকে জেলে
দেখি আমাকে ঠেকায় কে আর কোন সে বাপের ছেলে।
আমি চুরি করিনি, আমি বিল থেকে মাছ ধরিয়াছি বহু কষ্টে
এ-ই বলিয়া মাছের থলেটি ধরেছে আষ্টেপৃষ্ঠে।
মা বলেছেন বহুদিন ধরে খেয়ে খেয়ে নিরামিষ
শুধু শাক ভাত লাগে যেনো আজ তাঁহার চোখের বিষ।
মাছ যদি হতো পেট পুড়ে তবে খেতো একবেলা ভাত
তাইতো আমি বিলে গিয়েছি পুড়াতে মায়ের সাধ।
চুপ কর বেটা! ফাজিল একটা! বেয়াদব কোথাকার
চুরি করেছিস, সাহস হয় কি করে বড় কথা বলিবার।
মহাজন রেগে চিৎকার করে জড়ো করিলো লোক
বলল এখনি চোরটাকে ধরে দড়ি দিয়ে বাঁধা হোক।
তারপর শুধু এলোপাতাড়ি পিটান, কিল আর ঘুষি
মাকে দুটো মাছ খাওয়াবে বলিয়া ছেলেটা হইলো দোষি।
আরও পড়ুন: বিএনপির উস্কানিতেও আমরা সংযত রয়েছি, বিশৃঙ্খলা করলে রুখবে জনগণ : তথ্যমন্ত্রী
ওকে ধরে আজ পুলিশে নিয়ে রিমান্ডে দিলে তবে
কোনখানে কি করিয়াছে চুরি সবকিছু জানা যাবে।
যেই কথা আর সেই কাজ হলো, পুলিশ আসিলো দশজন
বড় খুশিতে মনের আনন্দে, পায়চারি করে মহাজন।
মাকে দুটো মাছ খাওয়াবে বলিয়া রিমান্ডে গেলো ছেলেটা
পেটের ক্ষুধায় ছিঁছকে চোরে ভরে গেছে আজ জেলটা।
বড় চোর গুলো মহা আয়েশে জীবন করছে পার
সুধীজন তাঁকে সমীহ করে ডাকে স্যার জ্বি স্যার।
এসি ওয়ালা গাড়ি, টাকা কাড়ি কাড়ি বহুতল অট্টালিকা
দেশের ব্যাংকগুলো খালি করে আজ সুইচ ব্যাংক ভরা টাকা।
বিবেকের আজি মৃত্যু হয়েছে কি করবে দেশ সরকার
সবার আগে মূল কথা হলো মানুষ হওয়া দরকার।
Waiting patiently for you to come home and fuck me! https://bit.ly/3UIKI2R
[…] চোর শাহানাজ পারভীন […]