বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে

গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য দিবালোকে হোমিও চিকিৎসক ডা. হারুনুর অর রশিদ হারুনকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রুবেল মিয়া বাড়ি ঘেরাও করে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। জনতা ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও তার মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

জানা যায়, ডা. হারুনুর রশিদ হারুন শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার থেকে নাস্তা খেয়ে গফরগাঁওয়ের গয়েশপুর বাজারে সিনেমা হলের সামনে বসে চা পান করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই গয়েশপুর বাজারের অপর পল্লী চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া তাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ডাক্তার হারুন দৌড়ে পালানোর চেষ্টা করলে রুবেল তার পিছু নিয়ে বাজারের বড় মসজিদের পাশে ড্রেনের ওপর ফেলে কুপিয়ে হত্যা করে। নিহত ডাক্তার হারুনুর রশিদ পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ একটি মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি ঘটায় : প্রধানমন্ত্রী

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী বলেন, হারুন খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে এবং কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। হত্যাকাণ্ডের ঘটনায় গয়েশপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও এ হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশ সদস্য এসআই মদন সিং এবং এসআই রফিকুল ইসলাম আহত হয়েছেন।

Spread the love
Link Copied !!