পর্দায় উপস্থিতি না থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা যেন হার মানায় যে কোনো তারকাকে। আম্বানিদের জিও প্লাজা লঞ্চ হোক কিংবা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে দেখা যায় না তাকে। বলছিলাম ওরহান আত্রামানি ওরফে ওরির কথা।
বলা যায়, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নিসা দেবগন, সবার প্রিয় ওরি। সম্প্রতি অনন্ত আম্বানির প্রি-ওয়েডিংয়েও গিয়েছিলেন ওরি। আর সেখানে তাকে দেখা যায় পপ তারকা রিহানার সাথে। আর সেখানে ওরির কানের দুল জোড়া নিয়ে নেয় রিহানা।
কীভাবে ওরির দুল হাতে পেলেন রিহানা?
মূলত জামনগরে অনন্ত আম্বানির প্রাকবিবাহ অনুষ্ঠানে বলিপাড়ার তারকাদের সঙ্গে ওরিও আমন্ত্রিত ছিলেন। প্রথম দিনের ককটেল পার্টিতে রিহানার সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছেন ওরি। রিহানা এবং ওরির সেই আড্ডার ভিডিও ভাইরাল হয়েছে সামজিক যোগাযোগমাধ্যমে।
আরও পড়ুন: আজ জয় বাংলা কনসার্ট; শুরু হবে কয়টায়?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিহানার হাতে ওরির কানের দুল। শুধু তাই নয়, দুজনের রসিকতার ক্যামেরাবন্দি মুহূর্তও দেখা গেল সেই ভিডিওতে।
জানা গেছে, ওরির কানের দুল জোড়া রিহানার অনেক পছন্দ হয়। ওরি রিহানার ভাল লাগার কথা জানতে পেরে নিজের ইচ্ছেয় কান ফাঁকা করে গায়িকার হাতে তুলে দেন দুল জোড়া। এরপরই তাকে জড়িয়ে ধরেন।
ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের খুব ভালো বন্ধু ওরি। আর এ কারণেই সে প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৫
প্রসঙ্গত, ওরিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতূহল রয়েছে। ইনস্টাগ্রামে ওরির পাঁচ লাখের বেশি ফলোয়ার। অন্যদিকে ওরির লিঙ্কডইন প্রোফাইলে দেখা গেছে রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা।
আপনার মতামত লিখুন :