এখন পর্যন্ত আয়মান বা মুনজেরিন বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এবং জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করছেন।
উভয়ের ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠানের কথা রয়েছে।
যদিও এখন পর্যন্ত আয়মান সাদিক বা মুনজেরিন শহীদ বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছাবার্তা প্রেরণ শুরু করেছেন। অনেকে তাদের বিয়ের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
বিয়ের সংবাদ সদ্য হলেও, আয়মান আর মুনজেরিনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু আগে থেকেই।
আরও পড়ুনঃ আদিতমারীতে ইয়াবা, ফেন্সিডিল এবং নগদ টাকা উদ্ধার
উল্লেখ্য, ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন আয়মান সাদিক যা বর্তমানে দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অন্যদিকে মুনজেরিন শহীদ একই প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের প্রধান ও একজন ইংরেজি প্রশিক্ষক হিসাবে কর্মরত।
আপনার মতামত লিখুন :