আইসিজের রায়ের পর বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
রায়ে গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আইসিজের এই রায় নিয়ে আগামী সপ্তাহে বৈঠক বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি আলজেরিয়া এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
নিরাপত্তা পরিষদের এবারের বৈঠকটি আলজেরিয়া আহ্বানে হচ্ছে। আগামী বুধবার এই বৈঠক হবে। বৈঠকের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজে ইসরারেয়লকে যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়নে একটি আইনি বাধ্যবাধকা তৈরি করার চেষ্টা করবে তারা।
তবে গাজা যুদ্ধ নিয়ে শুরু থেকেই বিভক্ত নিরাপত্তা পরিষদ। সেখানে ইসরায়েলবিরোধী যে কোনো ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় ভেটো দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত পাস করাতে বেশ বেগ পোহাতে হবে আলজেরিয়াকে।
আরও পড়ুনঃ ইয়েমেনিদের হামলায় এখনো জ্বলছে ব্রিটিশ ট্যাংকার
গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আইসিজে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার রায় দেন। সাময়িক এই রায়ে গাজায় গণহত্যা ঠেকানোসহ ইসরায়েলকে ৬টি নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন বিশ্ব আদালত।এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়।
শুনানিতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আরজি জানায়। এসবের মধ্যে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আবেদন জানিয়েছিল দেশটি। তবে আদালত এই ধরনের কোনো নির্দেশ দেননি। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ দক্ষিণ আফ্রিকা এনেছে সেটি নিয়েও কোনো রায় দেননি আদালত। এ বিষয়ের ওপর রায় দিতে কয়েক বছর সময় লাগতে পারে।
আপনার মতামত লিখুন :