বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আইসিজের রায়ের পর বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
আইসিজের রায়ের পর বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আইসিজের রায়ের পর বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)

রায়ে গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আইসিজের এই রায় নিয়ে আগামী সপ্তাহে বৈঠক বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি আলজেরিয়া এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

নিরাপত্তা পরিষদের এবারের বৈঠকটি আলজেরিয়া আহ্বানে হচ্ছে। আগামী বুধবার এই বৈঠক হবে। বৈঠকের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজে ইসরারেয়লকে যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়নে একটি আইনি বাধ্যবাধকা তৈরি করার চেষ্টা করবে তারা।

তবে গাজা যুদ্ধ নিয়ে শুরু থেকেই বিভক্ত নিরাপত্তা পরিষদ। সেখানে ইসরায়েলবিরোধী যে কোনো ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় ভেটো দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত পাস করাতে বেশ বেগ পোহাতে হবে আলজেরিয়াকে।

আরও পড়ুনঃ ইয়েমেনিদের হামলায় এখনো জ্বলছে ব্রিটিশ ট্যাংকার

গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আইসিজে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার রায় দেন। সাময়িক এই রায়ে গাজায় গণহত্যা ঠেকানোসহ ইসরায়েলকে ৬টি নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন বিশ্ব আদালত।এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়।

শুনানিতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আরজি জানায়। এসবের মধ্যে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আবেদন জানিয়েছিল দেশটি। তবে আদালত এই ধরনের কোনো নির্দেশ দেননি। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ দক্ষিণ আফ্রিকা এনেছে সেটি নিয়েও কোনো রায় দেননি আদালত। এ বিষয়ের ওপর রায় দিতে কয়েক বছর সময় লাগতে পারে।

Spread the love
Link Copied !!