ভোট কেনার অভিযোগে দুই বছরের সাজাঃনাটোর জেলার বাগাতিপাড়া টুনিপাড়া এলাকায় ভোট কেনার অভিযোগে মো. খলিলুর রহমান নামে একজনকে দুই বছরের সাজা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
খলিলুর রহমান টুনিপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
শনিবার (৬ জানুয়ারি) নাটর-১ আসনের মাগাতিপাড়া উপজেলার সংক্ষিপ্ত বিচার আদালতের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ সাজা দেন।
সংক্ষিপ্ত বিচার আদালতে দেওয়া জবানবন্দিতে দেখা যায়, অভিযোগ যুক্তিসংগত সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
প্রদান করা হয়। আসামিকে সাজা পরোয়ানামূলে দণ্ডভোগের নিমিত্তে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়।জানাযায়, রাতের বেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট টাকা দিয়ে কিনছিরেন। তাকে লোকজন হাতেনাতে ধরে পুলিশে দেয়। এ নিয়ে ভোট কেনাবেচার একটি ভিডিও ভাইরাল হয়।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে ১০ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ
আপনার মতামত লিখুন :