আইপিএলের আসন্ন মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে সর্বশেষ আসরে হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রামের পরিবর্তে কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দলটি।
গত মৌসুমটা খুব বাজে কেটেছে সাবেক চ্যাম্পিয়ন হায়দরাবাদের।
যে কারণে এবার নেতৃত্বে পরিবর্তন এনেছে দক্ষিণ ভারতের দলটি। এর আগে কখনও আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেননি কামিন্স। গত বছর অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। আইপিএল নিলামে তার চাহিদা এতটাই বেশি ছিল যে, ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যদিও সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তারই অস্ট্রেলিয়া সতীর্থ মিচেল স্টার্ক কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে ছাড়িয়ে যান, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়।
আরও পড়ুনঃ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যাশন ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে পণ্য তৈরিতে জোর হুয়াওয়ের
আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ সালের আইপিএল অভিযান শুরু করে কামিন্সের দল। পরের ম্যাচে ২৭ মার্চ ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি সানরাইজার্স।
আপনার মতামত লিখুন :