ফেনীর সোনাগাজীতে মা-বাবাহীন আবির হোসেন ছোটন (২৩) নামে যুবককে ছুরিকাঘাতে খুন করেছে হৃদয় নামের এক বখাটে।
রোববার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাসস্ট্যাণ্ডের যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে। নিহত ছোটন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের কাদিরের বাপের বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। ছোটন মা-বাবাহীন এতিম।
এ ঘটনায় হৃদয়ের ভাই ব্যবসায়ী নিলয় (২০) কে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফেনীতে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যাত্রী ছাউনির সাফওয়ান স্টোরের মালিক নিলয়ের দোকানে আবিরর হোসেন ছোটন চনাচুর ও বিস্কিট খেয়ে টাকা বকেয়া রেখে যান। বকেয়া টাকা চাওয়ায় ছোটন রোববার বিকালে ঘুসি মেরে নিলয়কে রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক খবর পেয়ে নিলয়ের বড় ভাই বখাটে হৃদয় ধারালো ছুরি দিয়ে ছোটনকে মারাত্মক আহত করে। স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফেনীতে কোভিড-১৯ সংক্রান্ত বৈঠক পুনরায় ভ্যাকসিনেশন কার্যক্রম চালু
ছাত্রলীগ নেতা হৃদয় ও ব্যবসায়ী নিলয় ভাদাদিয়া গ্রামের সাবেক যুবদল নেতা টাইগার বাবুলের ছেলে। এলাকায় মাদক ব্যবাসা ও আধিপাত্য নিয়েও তাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে স্থানীয়দের অভিযোগ।
তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে হৃদয় মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। পরে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, হৃদয় ছাত্রলীগের কোন রাজনীতির সঙ্গে জড়িত নাই। তার পিতা টাইগার বাবুল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে নিলয়কে আটক করা হয়েছে। নিহত ছোটনের মা-বাবা বেঁচে নেই বলে শুনেছি।
আপনার মতামত লিখুন :