বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সোনাগাজীতে আ.লীগের প্রার্থী লিপটন বিটু পুনরায় বিজয়ী


ফেনি প্রতিনিধি
প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
সোনাগাজীতে আ.লীগের প্রার্থী লিপটন বিটু পুনরায় বিজয়ী

সোনাগাজীতে আ.লীগের প্রার্থী লিপটন বিটু পুনরায় বিজয়ী। ফেনীর সোনাগাজীতে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আ.লীগের সমর্থীত, জহির উদ্দিন মাহমুদ লিপটন দোয়াত কলম প্রতিকে ৮৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ফেনী জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মুজিবুল হক লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জেলা আ.লীগ সমর্থীত, উপজেলা আ.লীগের সহসভাপতি, বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু টিউবওয়েল প্রতিকে ৮৩ হাজার ২৫৪.ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ূব আলী হায়দার উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন তিন হাজার ২০০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা শাহীন গণি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ, পেল ৭ প্রার্থী

এ উপজেলায় মোট ভোটার ছিল ২লাখ ৪৪ হাজার ৯০৫জন। জাল ভোট দেওয়ার অভিযোগে বখতারমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ওমর ফারুক(১৬) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে। সে বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ৭২টি কেন্দ্র ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের উপস্থিতি কম ছিল। মোট ভোট প্রদান করা হয় ৩৬.৪৪%।

Spread the love
Link Copied !!