সাভারে দাম্পত্য কলহের জেরে, স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী। সাভারের আশুলিয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। তার বাড়ি শরিয়তপুর জেলার সদর থানার পালং এলাকায়।
এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ডেন্ডাবরের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ৪৪ বছর বয়সী শাহারিয়ায় সোহেল আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে।
ওই নারী বলেন, আমাদের ১৩ বছরের সংসার। আমার স্বামী পরকীয়ায় আসক্ত। কয়েকদিন আগেও সে অন্য মেয়েদের সঙ্গে লুকিয়ে কথা বলে। বাসায় এসে মোবাইল ফোন সুইচ অফ করে রাখে। বাসার বারান্দায় গিয়ে চুপি চুপি কথা বলে। মাঝে মাঝে বন্ধুদের কথা বলে ২/৩ দিন নিরুদ্দেশ হয়ে যায়। আমাকে প্রায়ই মারধর করতো। অনেক বুঝানোর পরও কাজ হয়নি।
তিনি আরও বলেন, এছাড়া আমাদের ফ্ল্যাট নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে ঝগড়া হয়। এসব বিষয়ে এক পর্যায়ে তারা আমায় অনেক মারধরও করেছে। এনিয়ে এলাকার মুরুব্বিরা ঘরোয়াভাবে বিচার-শালিশ করেছেন। মঙ্গলবার স্বামীর সঙ্গে এসব বিষয়ে আমার কথা কাটাকাটি হয়। পরে আমি কী যে করেছি বুঝতে পারছি না।
আরও পড়ুন: যশোরে ১১৪ পত্রিকা হকারকে মশারি উপহার
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রী তার স্বামীর বিশেষ অঙ্গের প্রায় ৫০ ভাগ কেটে ফেলেছেন। আহতকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সন্ধ্যায় অভিযুক্তকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।
[…] সাভারে দাম্পত্য কলহের জেরে, স্বামীর ব… […]