সংসার ভেঙে গেল অভিনেত্রী মম-শিহাবের। সংসার ভেঙে গেল অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের। বিচ্ছেদের দুই বছর পর বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তারা। এই দম্পতি সংসার গড়ার ৪ বছর পর বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।
জানা গেছে, ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করার পর মম-শিহাব শাহীনের বিয়ের খবর সবাই জানতে পারে। এর দুই বছর পর তাদের সংসার ভেঙে যায়।
বিচ্ছেদের বিষয়ে বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’
আরও পড়ুন: চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তির সংকট: দ্রুত সমাধান আহ্বান ইউজিসি’র
তিনি বলেন, ‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
জাকিয়া বারী মম লাক্স–চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়ে শোবিজে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর শিহাব শাহীন টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাতা। ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০১ সালে ঘূর্ণি নাটক পরিচালনার মধ্য দিয়ে তিনি টেলিভিশনে প্রথম কাজ শুরু করেন।
[…] সংসার ভেঙে গেল অভিনেত্রী মম-শিহাবের […]