শৈলকুপায় জেলা বিএনপির নব গঠিত কমিটির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার (১) নং ত্রিবেনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জেলা নবগঠিত কমিটির মতবিনিময়, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের হাজী মার্কেট সংলগ্নে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল হাসান দিপু। বিশেষ অতিথি যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও প্রফেসর ডাঃ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তুজাম মন্ডল, উপদেষ্টা সদস্য ফিরোজ বিশ্বাস, আব্দুল রাজ্জাক, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুল রহমান ও রাজ্জাক মন্ডল। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু জাহিদ চৌধুরী ,সহ-সভাপতি ইনসান আলী , উপজেলা সেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম মাস্টার। সাবেক সদস্য সচিব শৈলকুপা যুবদল মোহাম্মদ জমির হোসেন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ লিটন হোসেন, সহ -সভাপতি জিল্লুর রহমান সবুজ।
আরও পড়ুনঃ শৈলকুপায় জেলা বিএনপির নব গঠিত কমিটির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শৈলকুপা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিন হোসেন, মোহাম্মদ রিপন হোসেন (সাদ্দাম) কামরুল হাসান মিশু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওয়াদুদ হোসেন। সাবেক সভাপতি ইবি ছাত্রদল ওমর ফারুক সহ জেলা উপজেলা ও ত্রিবেণী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :