লালমনিরহাটে ৮কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার ১। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজা হতে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০গ্রাম গাঁজা একটি প্রাইভেট কারসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ।
গত(১৮ই আগষ্ট)২০২৩ইং শুক্রবার লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর দিকনির্দেশনায় ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই(নিঃ)/ নিজাম-উদ-দৌলা, এএসআই(নিঃ)/ মোঃ মনোয়ার হোসেন, এএসআই(নিঃ)/ আঃ বারী, ১৭৬/ মোঃ আশরাফুল ইসলাম,কং/৮২ মোঃ বেলাল হোসেন,কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া,কং-৪৮৭/মোঃ রেজাউল ইসলাম ও কং-৭০৫/মোঃ রবিউল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী (৫০), পিতাঃ পর্বত আলী, এর বসতবাড়ীর অনুমান ১০(দশ) গজ দক্ষিণে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে সুজানুর রহমান সূজন (৩৫),এর নিয়ন্ত্রণ ও হেফাজত হতে আটক প্রাইভেট কারের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৮(আট) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও প্রাইভেটকার সহ এক জন কে আটক করেন।এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
আরও পড়ুনঃ এক যুগ ধরে দাঁড়িয়ে আছে ৫৫ লাখ টাকার ‘আজব’ সেতুটি!
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক মোঃ আনছার আলী (৫০), পিতাঃ মোঃ পর্বত আলী, এর বসতবাড়ীর অনুমান ১০(দশ) গজ দক্ষিণে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান চালিয়ে ৮কেজি ৫০০গ্রাম গাঁজা একটি প্রাইভেট কারসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ।
আপনার মতামত লিখুন :