বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

লালমনিরহাটে ৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার ১


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ
লালমনিরহাটে ৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার ১

লালমনিরহাটে ৮কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার ১। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজা হতে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০গ্রাম গাঁজা একটি প্রাইভেট কারসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ।

গত(১৮ই আগষ্ট)২০২৩ইং শুক্রবার লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর দিকনির্দেশনায় ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই(নিঃ)/ নিজাম-উদ-দৌলা, এএসআই(নিঃ)/ মোঃ মনোয়ার হোসেন, এএসআই(নিঃ)/ আঃ বারী, ১৭৬/ মোঃ আশরাফুল ইসলাম,কং/৮২ মোঃ বেলাল হোসেন,কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া,কং-৪৮৭/মোঃ রেজাউল ইসলাম ও কং-৭০৫/মোঃ রবিউল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী (৫০), পিতাঃ পর্বত আলী, এর বসতবাড়ীর অনুমান ১০(দশ) গজ দক্ষিণে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে সুজানুর রহমান সূজন (৩৫),এর নিয়ন্ত্রণ ও হেফাজত হতে আটক প্রাইভেট কারের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৮(আট) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও প্রাইভেটকার সহ এক জন কে আটক করেন।এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ এক যুগ ধরে দাঁড়িয়ে আছে ৫৫ লাখ টাকার ‘আজব’ সেতুটি!

লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক মোঃ আনছার আলী (৫০), পিতাঃ মোঃ পর্বত আলী, এর বসতবাড়ীর অনুমান ১০(দশ) গজ দক্ষিণে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান চালিয়ে ৮কেজি ৫০০গ্রাম গাঁজা একটি প্রাইভেট কারসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ।

Spread the love
Link Copied !!