বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যুবককে পানিতে চুবিয়ে নির্যাতন ছাত্রলীগ নেতার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ
যুবককে পানিতে চুবিয়ে নির্যাতন ছাত্রলীগ নেতার

যুবককে পানিতে চুবিয়ে নির্যাতন ছাত্রলীগ নেতার। চারঘাট উপজেলায় দুই যুবক এক ছাত্রলীগ নেতার ভয়ংকর নির্যাতনের শিকার হয়েছেন। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় একজনকে প্রথমে মাটিতে পুঁতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে চুুবিয়ে নির্যাতন করে ছাত্রলীগ নেতা আবদুর ওয়াদুদ শুভ।

অপরজনের বাম হাত তিনি ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও শনিবার ভাইরাল হয়েছে।

উপজেলার শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর ওয়াদুদ শুভ এবং তার সহযোগীরা দুই যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার দুই যুবক হলেন-শলুয়া ইউনিয়নের কানাজগাড়ি গ্রামের আবু বক্করের ছেলে নূর মোহাম্মদ পলক (১৮) এবং তার খালাতো ভাই একই গ্রামের সৈকত আলীর ছেলে শাকিল রহমান (২০)। মাটিতে পুঁতে ও পানিতে চুবিয়ে পলককে নির্যাতন করা হয়। আর চোখ-মুখ বেঁধে পিটিয়ে শাকিলের হাত ভেঙে দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত-পা বেঁধে একটি খুঁটির সঙ্গে পলককে একটি পুকুরে হাঁটু পানিতে ফেলে রাখা হয়েছে। মাঝে মাঝে চেষ্টা করে মাথা তুলে শ্বাস নিচ্ছেন তিনি। আর পাশে একজন দাঁড়িয়ে দেখছেন এবং আরেকজন স্বীকারোক্তি আদায় করার ভিডিও ধারণ করছেন।

নির্যাতনকারী ছাত্রলীগ নেতা শুভ শলুয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে। তার সহযোগীরা হলো-শলুয়া গ্রামের সইমুদ্দির ছেলে সাব্বির, আনজু আলীর ছেলে মুক্তা ও রমজান আলীর ছেলে লালন। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

নির্যাতিত শাকিল রহমান জানান, দুদিন আগে শুভ ও মুক্তা আমাদের বাড়িতে এসে তাদের সরবরাহ করা ফেনসিডিল বিক্রি করার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে আমাকে ও পলককে নির্যাতন করা হয়। শুভ ও তার লোকজন আমাকে তুলে নিয়ে চোখ-মুখ বেঁধে নির্যাতন করে আমার বাম হাত ভেঙে দেয় এবং আমাকে রাস্তার পাশে ফেলে যায়।

শাকিল বলেন, এ ঘটনা প্রকাশ না করার জন্যও হুমকি দিয়েছে। প্রকাশ করলে গুলি করে মেরে ফেলারও হুমকি দিয়েছেন শুভ ও তার সহযোগীরা। শাকিল আরও জানান, শলুয়ার কানাজগাড়ি মোড় থেকে পলককে তুলে নিয়ে যায় শুভ ও তার লোকজন। বামনদিঘি বিলে নিয়ে তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে প্রথমে মাটিতে পুঁতে ও পরে পানিতে চুবিয়ে নির্যাতন করা হয়। এ সময় তারা পলকের কাছ থেকে টাকা নেওয়ার স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে এবং সেটি তারা মোবাইল ফোনে ধারণ করে।

আরও পড়ুনঃ সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে ছাত্রীর শ্লীলতাহানি

এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আবদুর ওয়াদুদ শুভ এ নির্যাতনের ঘটনা অস্বীকার করেন। পলক ও শাকিলকে চেনেন না বলেও তিনি জানান। তাই এ ব্যাপারে তিনি কোনো কথা বলতে চান না। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল সুপরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের কাজ করছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুক্তার, সাব্বির ও লালনকে গ্রেফতার করেছিলাম। এখন তারা জামিনে রয়েছে। শুভ ও তার সহযোগীদের নির্যাতনের বিষয়ে পুলকের পরিবার অভিযোগ দিয়েছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Spread the love
Link Copied !!