যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের সাইফুজ্জামান পিকুল ৯৫৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী এলডিপির মারুফ হোসেন কাজল পেয়েছেন
৩৪৩ ভোট।
যশোর জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড সদর উপজেলা এলাকায় সাইফুজ্জামান পিকুল ঘোড়া প্রতীক ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী মারুফ হাসান কাজল আনারস প্রতীকে ৯৯
ভোট পেয়ে প্রবল প্রতিদ্ব›িদ্বতা গড়ে তোলেন। ৬নং ওয়ার্ডে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন, জবেদ আলী। তিনি হাতি প্রতীকে সর্বোচ্চ ৮৫ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: শৌফিক বাবু’র গল্প অবলম্বনে নাটক “মদনকুমার”
এদিন সকাল থেকে যশোর কালেক্টরেট স্কুলে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন পর্ব শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন হয়। ৬নং ওয়ার্ডে ২০৯ টি ভোট পড়ে। ১জন ভোটার অনুপস্থিত ছিলেন। এর মধ্যে
চেয়ারম্যান পদে ১টি ভোট নষ্ট হয়। সাধারন সদস্য পদে জবেদ আলীর হাতি প্রতীক ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া শেখ ইমামুল কবির (ঘুড়ি) ৫৫টি, শেখ আব্দুল মতলেব ( বেদ্যুতিক পাখা) ৩৫টি, রাকিবুল
আলম রাকিব (তালা) ৩৪ টি ভোট পেয়েছেন। সোহেল রানা (টিউবয়েল) ও অহেদুজ্জামান সেলিম (উটপাখি) কোন ভোট পায়নি।
[…] […]