বৈশ্বিক মিথেন অঙ্গীকারে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে মিথেন গ্যাস কমাতে সায় দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন সারা পৃথিবী থেকে পরিবেশবিদরা একটা মুভ করছেন, পৃথিবীর টেম্পারেচার (তাপমাত্রা) যেভাবে বেড়ে যাচ্ছে, এভাবে বেড়ে গেলে পৃথিবী একেবারে ধ্বংসের কাছাকাছি চলে যেতে পারে। তিনটা দৃশ্য তারা চিন্তা করছেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটি হলো ৬০ ডিগ্রি যদি ইনক্রিজ (বৃদ্ধি) হয়, তাহলে তো কিছুই করার থাকবে না। এমনকি ৪ ডিগ্রিও যদি আবার নেমে যায়, সেক্ষেত্রেও প্রায় ৮০ ভাগ এরিয়া চলে যাবে (পানির নিচে)। আরেকটা দৃশ্যও তারা বলছে, ২ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। ২ ডিগ্রি বেড়ে গেলেও নিম্নাঞ্চলগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক ন্যাচারাল ডিজাস্টার হবে। এখন উনারা চেষ্টা করছেন, ১.৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কি না। তার জন্য একটা পদ্ধতি হলো, মিথেন গ্যাস কমাতে হবে পৃথিবী থেকে।’
আরও পড়ুনঃ ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
তাপমাত্রা বাড়ার জন্য অনেকগুলো জিনিস জড়িত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিথেন একাই পয়েন্ট ৩ বৃদ্ধি করতে পারে৷ এই যে ২ ডিগ্রি থেকে ১.৫ রাখতে চাচ্ছে, মিথেন যদি নিয়ন্ত্রণ করা যায় আগামী ৫-৬ বছরের মধ্যে, পয়েন্ট ৩ ডিগ্রি যদি তাপমাত্রা কম হয় তাহলে তো আর পয়েন্ট ২ ডিগ্রি হলেই টার্গেট ফুলফিল হয়ে যাবে। সেজন্য এটা খুবই কমফোর্টেবল। এখানে ৫০টি দেশ ইতোমধ্যে সই করেছে। মানব সৃষ্ট মিথেন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটাতে বাংলাদেশ এগ্রি (সমর্থন) করেছে।
আপনার মতামত লিখুন :