ময়মনসিংহের গফরগাঁওয়ে বিধবা গণধর্ষণের শিকার, আটক ১০ জন। ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিধবা গণধর্ষনের শিকার হয়েছেন । ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে উপজেলার পাগলা থানাধীন কাজা গ্রামে।
রোববার গভীর রাতে এ ঘটনায় জড়িত উপজেলার পাগলা থানাধীন কাজা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ধর্ষিতা বাদি হয়ে পাগলা থানায় ১০জনকে আসামী করে গণর্ধষনে মামলা দায়ের করেন। পরে তাঁদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব (৩৯), হানিফা (৩০), আলামিন (৩৫), মোস্তফা(৪৫), জাকির (৩০), জুয়েল (২৮),শারফুল (৩০), মনির (৩২),বাবুল (৩৬), মানিক (৫৬)।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালিত
মামলা সুত্রে জানা যায়,ভালুকা পৌর শহরের মেজর ভিটায় মোহাম্মদ কায়সারের বাসার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী বিধবা রেখা আক্তার(৩৬) উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব ও হানিফার পূর্ব পরিচিত। মাঝে মধ্যে রেখা আক্তার সজিব ও হানিফার এখানে বেড়াতে আসে।
গত রোববার রাতে সজিব ফোন করে রেখাকে আসতে বললে সে চলে আসে।গভীর রাতে রেখা আক্তার আক্তার ৯৯৯ এ ফোন করে পুলিশকে গণ ধর্ষনের কথা জানালে কাজা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।পরে তার ভাষ্যমতে প্রথমে অটো চালক জাকির,সজিব ও হানিফাকে গ্রেফতার করে।পরে তাঁদের কথা অনুযায়ী অপর ৭ জন সহযোগীকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ।
পাগলা থানার ওসি তদন্ত সজিব রহমান বলেন, ৯৯৯ এ কল পেয়ে মেয়েটিকে কাজা গ্রাম থেকে উদ্ধার করা হয়। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। এঘটনায় ধর্ষিতা বাদি হয়ে গণর্ধষনের মামলা দায়ের করে।
আপনার মতামত লিখুন :