মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে। নড়াইল জেলার সীমান্তে কালনা পয়েন্টে নির্মিত হয়েছে দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন ‘কালনা সেতু’। তবে নড়াইয়ে মধুমতী নদীর কালনা পয়েন্টে নির্মিত এ সেতুকে প্রধানমন্ত্রী নিজেই ’মধুমতী সেতু’ নাম দিয়েছেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখন এই ঐতিহাসিক সেতুটির দ্বার উন্মোচনের অপেক্ষা চলছে। এই অপেক্ষা শেষ হবে আগামী ১০ অক্টোবর।
স্বপ্নের ‘মধুমতী সেতু’ ১০ অক্টোবর সোমবার চালু। উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা সাড়ে ১২টায় উদ্বোধন করেন সেতুটি। উদ্বোধনের পর এটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু যখন আশার আলো জ্বালিয়েছে, নতুনভাবে পথ দেখাচ্ছে তখন আরও একটি স্বপ্নপূরণ হচ্ছে। নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরাসহ দেশের ১০ জেলার মানুষ পারাপার হবে ‘মধুমতী সেতু’ দিয়ে। এই সেতুর অন্যতম বৈশিষ্ট্য হলো- দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের দৃষ্টিনন্দন সেতু।
বাংলাদেশে ৬ লেনের আর কোনো সেতু নেই। এছাড়াও সেতুটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে স্টিলের তৈরি ১৫০ মিটারের নেলসন লসি আর্চ। যা ধনুকের মতো বাঁকা একটি স্প্যান। যেটা জাপানের নিপ্পন কোম্পানি ভিয়েতনামে তৈরি করেছে। সেতু কর্তৃপক্ষ বলছে, ঐতিহাসিক এই সেতুটি ১২টি পিলারের ওপরের দাঁড়িয়ে রয়েছে। এর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার। ৯৬০ কোটি টাকায় নির্মিত সেতুতে মোট ১৩টি স্প্যান, ১৬০টি গার্ডার ও ২টি এবাডমেট রয়েছে। সেতুর সংযোগ সড়ক ৪.২৬ কিলোমিটার। জাইকার অর্থায়নে জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে।
আরও পড়ুনঃ
পদ্মা মধুমতি সেতু রুটে যাতায়াত যশোর থেকে ঢাকার দূরত্ব ১১৩ কি:মি: কমেছে
বহুল কাঙ্খিত এ সেতু চালুর মধ্য দিয়ে বহতা মধুমতীর স্রোতধারায় বিভক্ত নড়াইল ও গোপালগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে। এ সেতুর ফলে নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরাসহ ১০ জেলার সঙ্গে ঢাকায় যাতায়াতে ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরত্ব কমবে।
সংশ্লিষ্টরা বলছেন, এশিয়ান হাইওয়ের অংশ হবে এই সেতু। চারটি মূল লেনে চলবে দ্রুতগতির যান, বাকি দুটিতে ধীর গতিসম্পন্ন যানবাহন চলাচল করবে। স্থানীয়রা আশা করছেন, মধুমতী সেতুর মধ্য দিয়ে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে সাধিত হবে অভূতপূর্ব উন্নয়ন। আর্থসামাজিক
পরিস্থিতি আমূল বদলে যাবে।
[…] মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে… […]
[…] মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে… […]
[…] আরও পড়ুন:মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে […]