ভোলায় ৫০০ বছরের পুরাকীর্তি মসজিদের সন্ধান।ভোলার বাংলাবাজার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের টর্নি বাড়ির পাশের জঙ্গলে প্রায় ৫০০ বছরের পুরোনো মোঘল আমলের একটি মসজিদের সন্ধান পাওয়া যায়। যুগের পরিবর্তনে অনেক আদি নিদর্শন বর্তমানের সাথে তাল মিলাতে না পেরে হারিয়ে যাওয়ার পথে।
ঐতিহাসিক এই মসজিদকে কেন্দ্র করে পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান পুলিশ সুপার সাইফুল ইসলাম বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে পুলিশ সুপারের।
মসজিদের পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, বেশ কিছু দিন ধরেই আলোচনায় ৫০০ বছরের পুরনো মসজিদটি। এখানে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সবরকম পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।
আরও পড়ুন: রংপুর সিটি নির্বাচনে নৌকাকে ডুবিয়ে লাঙলের জয়
এদিকে মসজিদটির পলেস্তার, দরজা ও জানালা ইতোমধ্যেই খসে পড়েছে। মসজিদটি নিয়ে এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়েছে। এটাকে প্রত্নতাত্তিক নিদর্শন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :