বিয়ের আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণ, প্রতারক যুবকের বিরুদ্ধে মামলা। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করার ঘটনায় প্রতারক যুবকের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন এক নারী। বৃহস্পতিবার পুলিশ ওই নারীকে উদ্ধার করে জবানবন্দি ও মেডিকেল চেকআপের জন্য কুড়িগ্রাম আদালতে পাঠিয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ফারুক বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে ও দুই সন্তানের জনক শফিকুল ইসলাম ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারের একটি পলিথিন কারখানায় ম্যানেজার পদে কর্মরত থাকা অবস্থায় পার্শ্ববর্তী গ্রামের বিলকিছ আখতারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের কথা বলে তা অবৈধ সম্পর্কে রূপ নেয়।
এরই মধ্যে মঙ্গলবার উপজেলার শাহেববাজার এলাকায় শফিকুল ইসলামের ফুফাতো ভাইয়ের বাড়িতে ওই নারীকে নিয়ে যান তিনি। সেখানে রাত কাটানোর সময় এলাকাবাসী আটক করেন। এ সময় কৌশলে পালিয়ে যান শফিকুল। দুই দিন ধরে স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে প্রতারণার শিকার হন ওই নারী। পরে তিনি নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: হলুদে অর্থ স্বপ্নে বিভোর যশোরাঞ্চলের কৃষক
ধর্ষিতার খালাতো বোন জানান, প্রেমের অভিনয় করে আমার বোনের ইজ্জত নষ্ট করেছে। তার উপযুক্ত বিচার চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান জানান, ভুক্তভোগী নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তার জবানবন্দি ও মেডিকেল চেকআপ করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
[…] বিয়ের আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণ, প্রত… […]