বিশ্ব ইজতেমায় আজ বিকেলে শতাধিক যৌতুকবিহীন বিয়ে। ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবছরের ন্যায় এবারও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৩রা ফেব্রুয়ারি) আসরের নামাজের পর ১০০ এর বেশি যুগলের বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলংকার।
শুক্রবার (২রা ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আম বয়ানের মধ্য দিয়ে৷ ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন তাবলীগ জামাত, ভারতের শীর্ষ মুরুব্বি মাওলানা আব্দুর রহমান৷ আর বাংলায় তরজমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন৷
সকালের তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি অবস্থান করছেন টঙ্গীর তুরাগ তীরে৷ আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা৷ জোহরের নামাজের পর আম বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা৷ মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত৷
আরও পড়ুনঃ ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
এ ছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়াতি প্রশিক্ষণ নিচ্ছেন৷ এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতা জনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
আপনার মতামত লিখুন :