ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১৫০০ পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোহাম্মদ মহিউদ্দিন পিপিএমের দিকনির্দেশনায় এসআই মোঃ সামছুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ইটখোলা রাস্তার পাশ থেকে পাহাড়িয়াকান্দি গ্রামের মোহাম্মদ জাহের আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২৬), থেজখালি ইউনিয়ন আকানগর গ্রামের মৃত ছিদ্দিক সাবের ছেলে শেখ সাব(৪৯)কে গ্রেফতার করে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার পাহাড়িয়াকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি রাসেল মিয়া ও শেখ সাব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুনঃ চৌগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম বলেন, গতকাল রাতে ডিউটি কালিন সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :