বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পৌর মেয়র গুলিবিদ্ধ ২২ জনের বিরুদ্ধে মামলা


ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২২, ৫:৫৫ পূর্বাহ্ণ
পৌর মেয়র গুলিবিদ্ধ ২২ জনের বিরুদ্ধে মামলা

বালু নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় একটি মামলা করা হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) মেয়রের সহযোগী মিজানুর রহমান বাদী হয়ে ফেনীর সোনাগাজী মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন। এ মামলায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপনসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এ মামলায় পুলিশ শনিবার সকালে উপজেলার সোনাপুর এলাকা থেকে মো. শাকিল (১৯) ও নুরুল আলম (৪০) নামের দুজনকে গ্রেফতার করেছে।

এর আগে গত শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ফেনী নদীতে চট্টগ্রামে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম ওরফে খোকনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিনিসহ তার সঙ্গে থাকা অশোক সেন ও সাঈদ খান নামে মেয়রের দুই সহযোগীও গুলিবিদ্ধ হন। রেজাউল করিম বারইয়াহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে স্থাপিত একটি বিদ্যুৎকেন্দ্রের জায়গা ভরাট করতে মেয়র রেজাউল ফেনী নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছিলেন। কয়েক দিন ধরে সদর উপজেলার ফাজিলপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বালু তুলতে বাধা দিয়ে আসছেন। এ সময় তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে শ্রমিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন।

বিষয়টি জানার পর মেয়র নিজেই সরেজমিনে দেখতে যান। এ সময় মজিবুল হকের নেতৃত্বে ২০ থেকে ২২ জন তাদের ওপর হামলা করেন। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে মেয়র রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা অশোক সেন, যুবলীগ নেতা সাঈদ খানসহ তিনজন গুলিবিদ্ধ হন।

তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মজিবুল হক। তিনি বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন। এরপরও তাকে একটি মিথ্যা সাজানো মামলায় আসামি করা হয়েছে।

 

আরও পড়ুন: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বাতিলের দাবি

 

মজিবুল হকের দাবি, মেয়র রেজাউল করিম তার ইজারা নেয়া জমি থেকে বালু তুলছেন। তিনি বলেন, ‘মেয়র রেজাউল করিম আমার ইজারা নেয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেছেন। মেয়র স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে পালানোর সময় নিজেরাই নিজেদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় আমার কোনো যোগসূত্র নেই।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Spread the love
Link Copied !!