পিরোজপুরে রাস্তার পাশে পড়েছিল রক্তাক্ত অটোচালকের লাশ। পিরোজপুরের কাউখালীতে অজ্ঞাত গাড়িচাপায় নূর আলম হাওলাদার (৫০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাউখালী-নৈকাঠী সড়কের জয়কুল নামকস্থানে এ ঘটনা ঘটে।
নূর আলম উপজেলার আয়রন গ্রামের মৃত সেরজন আলী হাওলাদারের ছেলে। কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন তা এলাকাবাসী ও পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।
জানা গেছে, প্রতিদিনের মতো নূর আলম অটোরিকশা নিয়ে নৈকাঠি থেকে কাউখালী সদরে আসছিলেন। পথে জয়কুল নামকস্থানে বিধ্বস্ত অটোরিকশাসহ রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নূর আলমের অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক নূর আলম রাস্তার পাশে পড়ে ছিলেন। রাস্তাটি নির্জন হওয়ায় গাড়ি তাকে চাপা দিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
আরও পড়ুনঃ বুয়েটের ফারদিন খুন নয়, আত্মহত্যা করেছেন : ডিবিপ্রধান
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, নিহত অটোচালকের লাশ হাসপাতাল হতে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ উৎঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :