- বয় কাট চুল, লম্বা রান আপ আর জার্সিতে লেখা ‘ডায়না’। সুন্দর বোলিং অ্যাকশন। এরপর হাত থেকে যেটা ছাড়েন, সেটায় মিশে থাকে গতি আর সুইং। কথাবার্তায় ফুটে ওঠে ব্যক্তিত্বের ছাপ। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষায় পড়াশোনা করা ডায়না পাকিস্তান নারী জাতীয় দলের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলা একমাত্র খেলোয়াড়।
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানে জন্ম। সাত হাজার মিটারের বেশি উঁচু পাহাড় আর হিমবাহে ঢাকা পাকিস্তানের এ অঞ্চলে এখনো আধুনিকতার স্পর্শ লাগেনি। সেটি এতটাই যে এখনো বাড়ি গেলে বোরকা ছাড়া বাইরে যান না ডায়না।
২৬ বছর বয়সী ডায়নার উত্থান সেখান থেকেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ডায়না শোনালেন তাঁর জন্মস্থানের গল্প, ‘গিলগিত জায়গাটা লাহোর, করাচি বা ইসলামাবাদের মতো আধুনিক নয়। খুব রক্ষণশীল একটা সমাজ। ঘর থেকে বের হতে মেয়েদের ওড়না বাধ্যতামূলক। বোরকাও পরতে হয়। ঘরের বাইরে মেয়েদের খেলাধুলা একদম নিষেধ। ১০ বছর আগে যেমন ছিল, এখনো ঠিক তেমনই আছে। আমিও এখনো ঘরের বাইরে খেলতে পারি না।’
[…] পাকিস্তান নারী ক্রিকেটের ‘প্রিন্সেস… […]
[…] […]