পাংশায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, ৩ জন গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের বাড়ি থেকে রুনার লাশ উদ্ধার করে পুলিশ। রুনা ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শনিবার রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। রাতে ছোট ভাইয়ের কান্নায় রুনার মেয়ে উম্মে সিনহা ঘুম ভেঙে দেখে তার মা বিছানায় নেই। পরে বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখ সেখানে দাঁড়িয়ে আছে। উঠানে তার মা পা বাঁধা অবস্থায় পড়ে আছে।
আরও পড়ুন; ছাত্রলীগ ও যুবলীগের আরও ৫০ নেতাকর্মী বহিষ্কার
এ সময় চিৎকার দিলে পালিয়ে যায় মিলন। পরে প্রতিবেশীরা এসে রুনার নিথর দেহ দেখে পুলিশে খবর দেয়। রোববার সকালে পুলিশ লাশ মর্গে পাঠায়।
এ ঘটনায় মিলন শেখসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।
আপনার মতামত লিখুন :