বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নিরপেক্ষ নির্বাচনই প্রত্যাশা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ
নিরপেক্ষ নির্বাচনই প্রত্যাশা

সম্প্রতি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যেভাবে আলাপ-আলোচনা, মিটিং-মিছিল, প্রচার-অপপ্রচার চলছে, এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুধু যে এটা দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও যুক্ত হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন। পৃথিবীর মোড়ল দেশ এবং শান্তি ও মানবতার জন্য কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও হস্তক্ষেপ করতে শুরু করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে। ব্যাপারটি একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও দেশের জনগণের জন্য মোটেও কোনো শুভবার্তা বয়ে আনছে না।

লক্ষণীয়, দেশের সংসদে না থাকা একটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিদেশি শক্তিকে জোর করে ডেকে আনছেন দেশের ভেতর তাদের ক্ষমতায় বসানোর জন্য সহযোগিতা করতে। দলটি অতীতে বেশ কয়েকবার ক্ষমতায় আসীন থেকে দেশ ও দেশের মানুষের জন্য এমন মঙ্গল কিছু করেনি যে, দেশের মানুষ তাদের বিগত পনেরো বছর ক্ষমতার বাইরে থাকার পরও ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে। যে কারণে বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে বিদেশি সেসব শক্তিকে বিশ্বাস করিয়ে দেশের ভেতর অগণতান্ত্রিকভাবে তাদের ক্ষমতায় বসানোর পরিবেশ তৈরি করতে বাধ্য করার অপচেষ্টা করে আসছে অনেক দিন ধরেই। বলা যায়, এসব কারণে দেশের বর্তমান সরকার অনেকটাই বিদেশিদের অযাচিত নানামুখী চাপের মধ্যে রয়েছে। বিদেশিদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এর মধ্যে প্রতিনিধি দল এসে বাংলাদেশের অভ্যন্তরের সার্বিক পরিবেশ পরিস্থিতি সরেজমিন দেখে যাওয়ার পর অনেকটাই যেন বিরোধী দলের কথা ও কাজে বিশ্বাস হারাতে বসেছে। বিপরীতে সরকারের পক্ষে তাদের মতপ্রকাশেরও চেষ্টা করছে।

সম্প্রতি দেশের অভ্যন্তরে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল অনেকটাই যেন পালটাপালটি কর্মসূচি দিতে থাকে ঢাকা শহরকে অবরোধ করতে। এটা অনেকটা রাজনৈতিক কর্মকাণ্ড করে নিজেদের জনপ্রিয়তা এবং পেশিশক্তি প্রদর্শন বা শোডাউন করা। আমার বিশ্বাস দেশের সাধারণ খেটে খাওয়া জনগণ কোনোভাবেই মন থেকে তাদের এসব কর্মসূচিকে সম্মতি জানাতে পারে না। উলটো এসবে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়েছে, যে কারণে তারা তাদের কর্মসূচি দেখে হতাশ হচ্ছে। তারপরও আমার মনে হয়েছে, বিদেশি শক্তির কাছে নিজ নিজ দলের অবস্থান এবং জনপ্রিয়তা প্রদর্শনের চেষ্টায় দেওয়া এসব কর্মসূচি ছিল বলার মতো।

এক দল সরকারে থেকে এবং আরেক দল সরকারের বাইরে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এলেও হঠাৎ করে গত ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেভাবে নিয়মনীতি না মেনে ঢাকা অবরোধের কর্মসূচি পালন করে, এতে তারা নিজেরাই যেন লেজেগোবরে গোলমাল লাগিয়ে ফেলে। এসব করতে গিয়ে উভয় দলই তাদের পুরোনো চরিত্র ফুটিয়ে তুলেছে, তাতে সাধারণ মানুষ অবাকই হয়েছে।

সেদিন তারা ঢাকার ভেতর গাড়িতে আগুন লাগিয়ে যেভাবে দেশের অভ্যন্তরে আগের মতো আগুনসন্ত্রাস করার মধ্য দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে, এতে তাদের প্রতি বিদেশিরাও নাখোশ বলেই মনে হলো। যার জন্য এতদিনের জল্পনা-কল্পনা, ইনভেস্ট যা-ই বলি না কেন, সব যেন তাদের নষ্ট হয়ে গেছে! এমনকি প্রত্যাশিত ফলও আর তাদের ঘরে না ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বিরোধী দলটির সাধারণ সম্পাদক সম্প্রতি ভোল পালটে বক্তব্যে দিয়েছেন। বিদেশিদের ওপর বিষোদ্গার করে বক্তব্যে বলেছেন, আমাদের শক্তি আমাদের দেশের জনগণ। বিদেশিদের ওপর যেন আর তাদের কোনো ধরনের আশা-ভরসা নেই।

এদিকে আইএমআই নামের একটি বিদেশি প্রতিষ্ঠান সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা যাচাই করতে একটি জরিপ করেছে। ৫ হাজার লোকের ওপর করা এ জরিপের ফল প্রকাশও করা হয়েছে, যা দেখে বাংলাদেশ সরকার আনন্দে ভাসছে! অংশগ্রহণকারীদের শতকরা ৭০ ভাগ ভোট দিয়েছে শেখ হাসিনার সরকারের পক্ষে। অর্থাৎ বর্তমান সরকারের আমলে দেশ ভালোভাবে চলছে-এর পক্ষে মত দিয়েছে। তার মানে বর্তমান সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, এতে দেশের জনগণ খুশি।

বিষয়টির সত্যতা মেনে নিয়ে বলছি, দেশ আমাদের উন্নয়নের রোল মডেল হতেই পারে। কিন্তু জরিপের এ ফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা এখনই ঘটা করে বলা যায় না। দেশের মানুষ অনেক সহজ সরল, তারপর আবার ধর্মভীরু। অতীত ঘাঁটলে দেখা যাবে, ভোটাররা দিনে বলে এক কথা, রাতে বলে আরেক কথা। ভোটকেন্দ্রের বাইরে বলবে এক কথা, ভোট দিতে গিয়ে ভেতরে ঘটাবে আরেক ঘটনা।

দেশে ফল ঘোষণার সময় রিমোট নিয়ন্ত্রণে যদি ভুল হয়, তাহলে ভুল হতে বাধ্য দেশের আগামী জাতীয় নির্বাচনের ফলও। এ নিয়ে যত জরিপই করা হোক, তা মিথ্যা প্রমাণিত হতেই পারে। দেশের আগামী নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হোক-এটা সবারই একান্ত কামনা ও প্রত্যাশা।

Spread the love
Link Copied !!