টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ক্রিকেটার রিফাত আল হাসান ও তাঁর মা মালেকা বানুকে চোখের জলে শেষবিদায় জানালেন বগুড়াবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজার আগে স্মৃতিচারণা করেন নানা শ্রেণি-পেশার মানুষ। সেখানে স্ত্রী-পুত্র হারানো প্রকৌশলী হেলাল উদ্দিনের কান্নায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিকেলে গাবতলী উপজেলার বাইগুনী গ্রামে পারিবারিক গোরস্থানে মা-ছেলেকে সমাহিত করা হয়। সাবেক ক্রিকেটার রিফাত আল হাসান বগুড়ার জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ-সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা হেলাল উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
আলতাফুন্নেছা খেলার মঠে মা-ছেলের জানাজায় জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির নেতারা ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তব্য দেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র এ কে এম মাহবুবর রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৪৯১
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, রিফাতের ভগ্নিপতি সেনা কর্মকর্তা। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত। সপ্তাহ দেড়েক আগে মেয়ের বাসায় যান রিফাতের মা মালেকা বানু। গত মঙ্গলবার মাকে আনতে কুমিল্লায় যান রিফাত। গতকাল বৃহস্পতিবার ভাড়ায়চালিত একটি মাইক্রোবাস নিয়ে কুমিল্লা থেকে বগুড়ায় রওনা দেন।
দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারের গোল চত্বরে টোল প্লাজার সামনে পৌঁছানোর পর উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লেন পরিবর্তন করে বিপরীত লেনে থাকা মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে মা-ছেলেসহ তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।
[…] অশ্রুর সঙ্গে মা-ছেলেকে শেষবিদায় […]
[…] অশ্রুর সঙ্গে মা-ছেলেকে শেষবিদায় […]