টাঙ্গাইলে মধুপুর বিএনপির জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মধুপুর উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু এর নেতৃত্বে শুক্রবার বিকালে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্ষালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি বলেন,বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে মধুপুর উপজেলা আওয়ামীলীগ সার্বক্ষণিক মাঠে রয়েছে এবং থাকবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু বলেন, ওয়ার্ড-পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতের সকল অপশক্তি এবং যে কোন ধরণের নৈরাজ্য প্রতিহত করতে মধুপুর উপজেলা আওয়ামীলীগ সবসময় প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন : বিএনপির ৫ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেন স্পিকারকে
বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :