বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জিম্বাবুয়েকে নিয়ে উড়ন্ত স্বপ্ন পাকিস্তানে জন্মগ্রহণকারী লড়াকু পাইলট রাজা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ২:৩২ অপরাহ্ণ
জিম্বাবুয়েকে নিয়ে উড়ন্ত স্বপ্ন পাকিস্তানে জন্মগ্রহণকারী লড়াকু পাইলট রাজা

জিম্বাবুয়েকে নিয়ে উড়ন্ত স্বপ্ন পাকিস্তানে জন্মগ্রহণকারী লড়াকু পাইলট রাজা। পাকিস্তান বিমান বাহিনীর পরীক্ষায় ব্যর্থ হলেও সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে সেই পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে এখন উড়ে চলেছেন অনন্য উচ্চতায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল জন্মস্থানের বিপক্ষে ম্যাচ জয়ে সবচেয়ে বড় ভুমিকাটি পালন করেছেন তিনি।

পাকিস্তানে জন্মগ্রহন করা ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার হতে চেয়েছিলেন পাইলট। তবে পাকিস্তানে তিনি প্রত্যাখ্যাত হন এবং তার পরিবারের সঙ্গে পাড়ি জমান জিম্বাবুয়ে। এই সময় তিনি উচ্চ শিক্ষা গ্রহন করেছেন স্কটল্যান্ডে। তবে তার রক্তে মিশে ছিল ক্রিকেট। ২০১৩ সালে জিম্বাবুয়ের জাতীয় দলে ডাক পাবার আগে সেখানে ঘরোয়া ক্রিকেটে ছিলেন সক্রিয়।
ক্রিকেটটাকে বেশ কঠিনভাবে রপ্ত করেছেন জানিয়ে রাজা বলেন,‘ আমি কিছুটা দেরিতে ক্রিকেটে এসেছি,তবে এরই মধ্যে হারিয়ে যাওয়া সময় পুষিয়ে নিয়েছি। অভিবাসন নেয়া দেশটির জন্যও বিষয়টি একই। জিম্বুবুয়েতে বেশীরভাগ শিক্ষাই নিতে হয় চাকুরিরত অবস্থায়। আমরা শীর্ষ দেশগুলোর সঙ্গে খুব বেশী একটা খেলার সুযোগ পাই না। ফ্লাড লাইটের আলোতে খেলারও সুযোগ নেই। পার্থে এটি ছিল আমার প্রথম ম্যাচ।

গতকাল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এক রানের রোমঞ্চকর জয়ে বড় ভুমিকাটি ছিল রাজার। তিনি ব্যাট হাতে দারুন দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বল হাতেও নায়কোচিত পারফর্মেন্স দেখিয়েছেন। ২৫ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। এই জয়ে গ্রুপে ভারতের নেতৃত্বাধীন পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে জিম্বাবুয়ে। আর পাকিস্তান পৌঁছে গেছে বিদায়ের দ্বারপ্রান্তে।
ম্যাচ শেষে রাজা বলেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তী রিকি পন্টিংয়ের কাছ থেকে পাওয়া প্রশংসা বড় মঞ্চে খেলার সময় তাকে অনুপ্রানীত করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক এক ক্লিপে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং জিম্বাবুয়ের উচ্চসিত প্রশংসা করার পাশাপাশি পছন্দের খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন রাজাকে।

আরও পড়ুনঃ টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন ইলন মাস্ক : উচ্চ কর্মকর্তাদের বরখাস্ত

পন্টিং বলেন,‘ তার বয়স এখন ৩৬ বছর হলেও খেলছেন একবারে তারুন্যের উচ্ছাস নিয়ে। মনে হচ্ছে সে আবার ২৬ বছর বয়েসে ফিরে গেছে। সে মাঠের চারপাশে দৌঁড়াচ্ছে, নিজেকে উপভোগ করছে এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে।’
রাজা বলেন এটি তাকে দারুনভাবে অনুপ্রানীত করেছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখনই আমার বন্ধুর পাঠানো বার্তাটি আমি পাই। সে বলেছে, তুমি কি আইসিসি’র ক্লিপ দেখেছ? সেখানে রিকি পন্টিং জিম্বাবুয়ে দল এবং তোমাকে নিয়ে কথা বলেছেন।

আমার কিছু বন্ধু এবং পরিবারের সদস্য তাদের ক্ষুদে বার্তায় লিখেছে, আমার জন্য তাদের চোখে জল এসে গেছে। এই খেলার একজন কিংবদন্তী জিম্বাবুয়ে এবং আমাকে নিয়ে মন্তব্য করেছে শুনে মুহুর্তেই আমি শিহরিত হয়ে পড়ি। তারপরও আমি শান্ত থাকার চেষ্টা করেছি, পাশাপাশি এই ম্যাচে নিজেকে অনুপ্রানীত করতে চেয়েছি।’

Spread the love
Link Copied !!