জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান গ্রেপ্তার। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় বা কেন তা গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি কোন গ্রেপ্তারি পরোয়ানাও দেখাতে পারেনি পুলিশ।
১৩ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে ডিবি ও সাদা পোশাকের পুলিশের একটি দল তাকে তাঁর রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকার বাসবভন থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় ডিবি পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেয়া হচ্ছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি তারা জানায়নি।
এ বিষয়ে ডিবি পুলিশ বা থানা পুলিশ কোন মন্তব্যে করতে রাজি হয়নি।
আরও পড়ুন: ইসলামের দৃষ্টিতে পিতা-মাতার অসন্তুষ্টিতে সন্তানের জীবনে যে ক্ষতি বয়ে আনে
প্রসঙ্গত, চলমান রাজনৈতিক ইস্যু, বিএনপির সবশেষ ঢাকার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-মামলার পর নতুন যুগপৎ কর্মসূচির ঘোষণার পর ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির জরুরী বৈঠকে যুগপৎ আন্দোলনে দলটির অবস্থান এবং আগামী ২৪ ডিসেম্বর রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। এরপর দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এতে করে হঠাৎ সরকারও হার্ডলাইনে যাচ্ছে বলে করছেন জামায়াত নেতারা। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্যে করেনি দলটি।
আপনার মতামত লিখুন :