হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সঞ্জু মাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নিহত সঞ্জু মাল উপজেলার আহমদাবাদ ইউনিয়নের চিমটিবিল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ই ফেব্রুয়ারি) বিকেলে সঞ্জু মাল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আরও পড়ুনঃ দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব যশোরে শুরু হলো আজ
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মৃত্যুর বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত চলছে। এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বা কোনো আসামি গ্রেফতার হয়নি।
আপনার মতামত লিখুন :